গণিতের দুটি মজার ট্রিক এর সাহায্যে বন্ধুদের সাথে ভাব নিন

  • সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি।
    • আজ আমি আপনাদের সাথে গণিতের দুটি মজার ট্রিক শেয়ার করব। যেগুলোর সাহায্যে আপনি আপনার বন্ধুদের সাথে মজা নিতে পারবেন।

    ক নাম্বার 01
    প্রথমে আপনার বন্ধুকে 1, 3, 5, 7, 9, 11, 13, 15 এ নাম্বার গুলো খাতায় লিখে দেন। তারপর এগুলোর মধ্যে তিনটি সংখ্যা যোগ করে তাকে 30 আনতে বলবেন।
    আপনি কিছুক্ষণ চেষ্টা করে দেখতে পারেন আনতে পারেন কিনা। আপনি যদি চার পাচ দিনও চেষ্টা করেন তবুও আনতে পারবেন না। কারণ এটির কোনো সমাধান নাই। তাহলে আপনি এটা দিয়ে বিভিন্ন ভাবে মজা নিতে পারেন। ধরেন একজন পড়ালেখায় ভালো বলে ভাব নেয়, তখন তাকে এ প্রশ্নটি করে আপনি তাকে আটকে রাখতে পারেন। তবে যে অসাধারণ ভালো ছাত্র কিংবা এ টিউনি দেখেছে সে কিন্তু আপনাকে বলে দিবে এর কোনো সমধান নাই। এর কারণ টি হল এখানে তিনটি বিজোড় সংখ্যা যোগ করে ত্রিশ যা জোড় আনতে বলেছি। কিন্তু তিনটি বিজোড় সংখ্যা যোগ করে জোড় সংখ্যা অসম্ভব।
    trick No. 2
    এটিও প্রথমটির মতই। শুধু এখানে তিনটি বিজোড় সংখ্যা যোগ করে একটি যেকোনো একটি জোড় সংখ্যা আনতে বলবেন। এটিও একই কারণে সমাধান বের করা সম্ভব নয়।

    Level 1

    আমি তানভীর হোসেন। Student, College, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস