জেএসসি রেজাল্ট ২০১৮ সবার আগে দ্রুত দেখার সহজ উপায়

জেএসসি রেজাল্ট বর্তমানে বাংলাদেশে আলোচিত একটি বড় বিষয়। কয়েক লক্ষ পরীক্ষার্থী এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে। তারা সবাই পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছে। তারাই যে শুধু জেএসসি ও পিএসসি রেজাল্টের জন্য অপেক্ষা করছে তা কিন্তু নয়। তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে।

আমরা আজ আলোচনা করবো,  যেভাবে দেখবেন জে এস সি রেজাল্ট খুটিনাটি সকল বিষয় একসাথে।

বিস্তারিত জানতে আমাদের পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।

জেএসসি রেজাল্ট কবে দিবে?

জেএসসি রেজাল্ট সাধারণত ডিসেম্বর মাসের ৩০ বা ৩১ তারিখে প্রকাশিত হয়। 

তবে এবছর যেহেতু ১১তম জাতীয় নির্বাচন, সেজন্য জেএসসি রেজাল্ট প্রকাশের তারিখে সামান্য পরিবর্তন এনে আজ ২৪শে ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

রেজাল্ট প্রকাশিত হবার সাথে সাথে আপনি অনায়াসে আমাদের ওয়েবসাইট হতে আপনার রেজাল্ট জানতে পারবেন।

জেএসসি রেজাল্ট ২০১৮ জানার পদ্ধতি সমূহ

আপনি বিভিন্নভাবে জেএসসি রেজাল্ট জানতে পারবেন।

যারা সরাসরি অনলাইন থেকে দ্রুত রেজাল্ট দেখতে চান তারা JSC Result 2018 এ ক্লিক করুন।

নতুন একটি ইন্টারফেস আসবে যেখানে কিছু তথ্য দিতে হবে। Examination, Year, Board, Roll ও Reg:No সাবধানে ফিলাপ করুন। 

এবার একটা বিষয় বলে নিচ্ছি, ক্যাপচা সম্পর্কে আমরা অনেকেই জানি না। Reg:No এর ঠিক নিচের ঘরেই পাবেন এই ক্যাপচা অপশন। এখানে আপনাকে দুটি সংখ্যা দেয়া হবে। তার উত্তর খালি ঘরে পুরোন করতে হবে। যেমন যদি দেয়া থাকে ৩+৪ তাহলে আপনাকে ক্যাপচা ঘরে ৭ লিখতে হবে।

এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখবে যেভাবে

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন।

JSC<space> আপনার বোর্ডের প্রথম তিন সংখ্যা<space>Roll Number<space>Year ও পাঠিয়ে দিন এই নম্বরে 16222

উদাহরন:

JSC DHA 123678 2018

কোন বোর্ডের প্রথমন তিন সংখ্যা কি হবে

Barisal Board – BAR

Chittagong Board – CHI

Comilla Board – COM

Dhaka Board – DHA

Dinajpur Board – DIN

Jessore Board – JES

Rajshahi Board – RAJ

Sylhet Board – SYL

Madrasah Board –MAD

কারো মাধ্যমে রেজাল্ট জেনে নেয়া

এই সুবিধাটা আজকাল অনেকেই দিয়ে থাকেন। তবে বিশ্বস্ত মাধ্যম ছাড়া এটা কিছুটা রিস্কি।

তবে চিন্তার কোন কারন নেই। আমি আপনাদের বিশ্বস্ত একটা মাধ্যমের ঠিকানা দিয়ে দিচ্ছি।

প্রথমে এই লিংকে যান। টিউনটা ভালোভাবে পড়ার চেষ্টা করুন। টিউনের একেবারে নিচে ResultKit এর ফেসবুক গ্রুপ লিংক পাবেন। সেখানে জয়েন করুন। গ্রুপে আপনার তথ্য দিন। গ্রুপ এডমিন আপনার রেজাল্ট খুব সহজেই খুঁজে বের করে দেবে। বিশ্বস্ততার সাথে কেবল রেজাল্ট কিটই আপনাদের বিনামূল্যে এই সেবা প্রদান করে থাকবেন।

Level 0

আমি খাইরুল আবেদিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

খাইরুল আবেদিন, একজন ফ্রিল্যান্স SEO expert, যে তার জ্ঞান, আইডিয়া ও অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করতে ভালোবাসে। সে তার নিজের ব্লগ TutorOfTech ছাড়াও Quora, Warrior Forum, Techmasterblog, Anytechtune, Bigganprojukti সহ আরও সব জনপ্রিয় বাংলা ব্লগে ক্যরিয়ার ও প্রযুক্তি বিষয়ে নিয়মিত লেখালেখি করে থাকেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস