আশাকরি অনেক অনেক ভালো আছেন শীতের এই সকালে। যাই হোক জে এস সি, জে ডি সি, পি এস সি এবং এবতেদায়ী ফলাফল আজকেই (২৪ ডিসেম্বর ২০১৮) প্রকাশ হবে। অনেকে দেখতেছি গতকাল রাত থেকেই সার্চ শুরু করে দিছে। এই টিউন টি এজন্য করা যাতে করে সবাই তাদের ছোট ভাইবোনদের ফলাফল দ্রুত চেক করতে পারেন।
ফলাফল প্রকাশের সময়ঃ
• জে এস সি এবং জে ডি সি – দুপুর ০১ টা ৩০ মিনিটে
• পি এস সি এবং ইবতেদায়ী – দুপুর ০২ টা ৩০ মিনিটে
কিভাবে চেক করবেন আপনার ফলাফল?
১। ইন্টারনেট থেকে
২। মোবাইল এসএমএস এর মাধ্যমে
৩। মোবাইল অ্যাপ এর মাধ্যমে (জে এস সি এবং জে ডি সি)
জে এস সি এবং জে ডি সি রেজাল্ট অনলাইনে চেক করতে ভিজিট করুন এই লিংক। আপনার বোর্ডের নাম, রোল নাম্বার এবং রেজিষ্ট্রেশন নাম্বার প্রয়োজন হবে অনলাইনে রেজাল্ট চেক করার জন্য।
পি এস সি এবং ইবতেদায়ী রেজাল্ট অনলাইনে চেক করতে ভিজিট করুন এই লিংক। আপনার পি এস সি স্টুডেন্ট আই ডি নাম্বার প্রয়োজন হবে যেটা পি এস সি অ্যাডমিট কার্ডে (প্রবেশ পত্রে) পাওয়া যাবে।
এসএমএস এর মাধ্যমে পি এস সি এবং ইবতেদায়ী রেজাল্ট ২০১৮-
মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন DPE এবং একটি স্পেস দিন। এরপর আপনার স্টুডেন্ট আই ডি নাম্বার টি লিখুন। সবশেষে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। আপনি যেকোন মোবাইল থেকে এসএমএস টি সেন্ড করতে পারবেন। এর জন্য ২ টাকা ৪৪ পয়সা চার্জ প্রযোজ্য।
এসএমএস এর মাধ্যমে জে এস সি এবং জে ডি সি রেজাল্ট ২০১৮ –
জে এস সি রেজাল্ট ২০১৮ এর জন্য টাইপ করুন JSC <স্পেস> বোর্ডের নামের ১ম তিন অক্ষর <স্পেস> রোল <স্পেস> ২০১৮ আর পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।
জে ডি সি রেজাল্ট ২০১৮ এর জন্য টাইপ করুন JDC <স্পেস> MAD <স্পেস> রোল <স্পেস> ২০১৮ আর পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।
আমি টেক খোর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।