জেএসসি পরীক্ষার ফলাফল 2018 | জেএসসি রেজাল্ট ২০১৮ ২৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। গত ১লা নভেম্বর জেএসসি পরীক্ষা শুরু হয়ে চলে ১৭ই নভেম্বর পর্যন্ত। এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ পরীক্ষার্থী অংশে নেয়। তার মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ ছাত্র। ছাত্রদের থেকে এবার ২ লাখ ২২ হাজার ৮৬৯ জন ছাত্রী বেশি। দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৯০৩টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ গ্রহন করেন।
আট বোর্ডের অধীনে এবার জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন পরীক্ষা দেয়। গত বছর এই পরীক্ষায় ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ শিক্ষার্থী অংশ নিয়েছিল। এবার এই পরীক্ষায় পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ ১ হাজার ৫১৩ জন। এবার জেএসসিতে ২ লাখ ৪৬ হাজার ৩৫৩ জন এবং জেডিসিতে ৩৪ হাজার ২৫১ জন অনিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে বলেও জানা গেছে।
জেএসসি-জেডিসি পরীক্ষায় সব পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে হয়। এবারও বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হবে বলে জানা গেছে। পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে শিক্ষক, ছাত্র, কর্মচারীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবেন। এছাড়া অটিস্টিক, ডাউন সিনড্রোম এবং সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় বৃদ্ধিসহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হবে বলেও জানা গেছে।
২০১৮ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ২৪ ডিসেম্বর দুপুর ২ঃ৩০ টায় প্রকাশ করা হবে। এ বছর জেএসসি ও জেডিসিতে পাসের হার ৮৩ দশমিক ৬৫ শতাংশ। জেএসসিতে পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ এবং জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ।
প্রথা অনুযায়ী ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ের সচিব সব বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফলের সার সংক্ষেপ তুলে দেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। আর ওই দিন দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
পরীক্ষা শেষে এখন শুধু অপেক্ষার পালা। সাধারণত পরীক্ষা শেষ হবার ২ মাসের ব্যবধানে ফলাফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়য়। সেই হিসাবে পরীক্ষার ফলাফল ঘোষণার সম্ভাব্য তারিখ ২৪ ডিসেম্বর ২০১৮। তাই রেজাল্ট প্রকাশের আগ পর্যন্ত এই অখণ্ড অবসর সময় সবার মাথায় বার বার ঘুরে ফিরে আসছে রেজাল্ট এর চিন্তা। এস এস সি পরীক্ষার ফলাফল অথবা দাখিল বা ভোকেশনাল যে যেটা দিয়েছে, পরীক্ষার ফলাফল ভাল হবে তো?
জেএসসি পরীক্ষার ফলাফল 2018 সকল বোর্ডের একসাথে প্রকাশ করা হবে। রেজাল্ট শিক্ষা মন্ত্রণালয়ের দুটি অফিসিয়াল ওয়েব-সাইটে একযোগে প্রকাশ করা হবে। eboardresults.com এবং educationboardresults.gov.bd সাইটে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা কয়েকটি উপায় অবলম্বন করে তাদের জেএসসি ফলাফল ২০১৮ দেখতে পারবে। ফলাফল অনলাইনে ও এসএমএস এ জানা যাবে। আমরা নিচের তার বিস্তারিত বর্ননা দিলাম, যাতে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারে।
অনলাইনে ফলাফল দেখতে eboardresults.com এবং educationboardresults.gov.bd ভিজিট করুন। অনলাইনে ফলাফল দেখতে সম্যাস্য হলে, আমারে নিচে দেওয়া রেজাল্ট সাইটে আইফ্রেম থেকে সহজে ও দ্রুত ফলাফল দেখতে পারবেন।
মোবাইলে ফলাফল জানার উপায়
যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে JSC অথবা JDC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ:
সাধারণ বোর্ডের ক্ষেত্রে JSC DHA 123456 2018
মাদ্রাসা বোর্ডের জন্য JDC MAD 123456 2018
লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের কোড নাম
জেএসসি রেজাল্ট ২০১৮ সংশোধন /পুনঃমূল্যায়ন নিয়মাবলীঃ
জেএসসি পরীক্ষার ফলাফল 2018 পাবার পর যদি মনে হয় যে আপনার রেজাল্ট ভুল এসেছে তাহলে আপনি ফলাফল পুনঃমূল্যায়ন / সংশোধনের এর জন্য টেলিটক প্রিপেইড মোবাইল দিয়ে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া নিম্নে দেয়া হলঃ
সকল জেএসসি পরীক্ষার্থীদের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা। আমাদের লেখা জেএসসি পরীক্ষার ফলাফল 2018 সম্পর্কে বুজতে যদি কোন সমস্যা হয় অথবা আপনার কোন প্রশ্ন থাকে তাহলে নিচে মন্তব্য করে জানাতে পারেন। আমরা খুব দ্রুতই আপনার উত্তর দিয়ে দিব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
আমি ashad29। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
2019 সালের জেএসসি রেজাল্ট পেতে দেখতে পারেনঃ https://bit.ly/2YVwcsm