ঢাকা বোর্ড এর জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৮ আগামী ২৪/১২/২০১৮ তারিখ বেলা ২:০০ টায় প্রকাশ হবে। এই টিউনে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে সহজে ঢাকা বোর্ড এর স্বতন্ত্র, প্রতিষ্ঠান ভিত্তিক, জেলা ভিত্তিক ও কেন্দ্র ভিত্তিক ফলাফল পাবেনঃ
অনলাইনে সহজে ঢাকা বোর্ড এর ফলাফল জানার উপায়ঃ অনলাইনে ফলাফল প্রকাশের পর সবাই http://www.educationboardresults.gov.bd সাইটে ফলাফল দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। ফলে ভিজিটর এর চাপ সামলাতে না পারায় ঐ সাইটে ঢুকে ফলাফল দেখা কঠিন পয়ে পড়ে। কিন্তু ঢাকা বোর্ড এর শিক্ষার্থীদের জন্য সুখবর হলো ঢাকা বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে একই সময় মার্কশীটসহ ফলাফল প্রকাশ করবে। ফলে অনেকটা ঝামেলা ছাড়াই ঢাকা বোর্ড এর ফলাফল জানা যাবে।
ঢাকা বোর্ড এর জেএসসি পরীক্ষার প্রতিষ্ঠান/কলেজ ভিত্তিক ফলাফল ২০১৮
ঢাকা বোর্ড এর জেএসসি পরীক্ষার জেলা ভিত্তিক ফলাফল ২০১৮
ঢাকা বোর্ড এর জেএসসি পরীক্ষার কেন্দ্র ভিত্তিক ফলাফল ২০১৮
অন্যান্য বোর্ডের জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৮
মোবাইলে ফলাফল জানার উপায়ঃ যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ঢাকা বোর্ড এর ফল পেতে মেসেজ অপশনে গিয়ে JSC লিখে স্পেস দিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর (DHA) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: JSC DHA 123456 2018
পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
আমি সোহেল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
JSC Result has declared that the Junior School Certificate Exam Result 2019 publish date. According to the news, JSC Result 2019 is going to be published in December 2019. So want to get JSC Result with Marksheet?
Click here to check your result.
Below the Link: JSC Exam Result 2019 With Full Marksheet