এই বইটি “You can win” এর বঙ্গানুবাদ। আন্তর্জাতিক ভাবে সবথেকে বেশি বিক্রি হওয়া বই এটি। অর্থাৎ সারাবিশ্বেই এই বইটার প্রচুর চাহিদা। তাই, বিশ্বের অসংখ্য ভাষাতেই বইটির অনুবাদ করা হয়েছে।
বিদেশের পাশাপাশি বাংলাদেশেও বইটির তুমুল জনপ্রিয়তা রয়েছে। প্রায় ছোট বড়ো সব লাইব্রেরিতে বইটি পাওয়া যায়। তো মোবাইলে যেখানে সেখানে যখন খুশি পড়তে pdf টা সংগ্রহে রাখতে পারেন। আর আপনার ভাই-বোন, বন্ধুদের বইটা দিতে পারেন। এতে তারা সফলতা লাভের ভলো একটা গাইডলাইন পাবে এবং খুশি হবে।
অনেক কোম্পানি তাদের কর্মচারীদের বইটি পড়ার অনুরোধ করে, এমন নজিরও পাওয়া গেছে।
বইটিতে অত্যন্ত সাবলীল ভাষায় জীবনে সফলতা লাভের টেকনিক, মনকে জাগ্রত করার উপায়, সুসম্পর্ক রক্ষা প্রভৃতি খুটিনাটি বিষয় নিয়ে চমৎকার ভাবে বর্ননা করা হয়েছে।
বইটি পড়ে আপনি মানসিকভাবে অনেক শক্ত হতে পারবেন। আসলে বই পড়লেই যে সফল হবে এমন কথা নেই, তবে এটা আপনাকে শক্তি জোগাবে। আর মাঝে মাঝে বইটার দু এক চ্যাপটার পড়লে শক্তি পাবেন।
বইয়ের নামঃ তুমিও জিতবে লেখকঃ Shib Khera ধরনঃ সফলতার নির্দেশনমূলক পৃষ্টাঃ ১৬২ সাইজঃ ৬ mb ডাউনলোড লিংকঃ যেকোনো একটা লিংক থেকেডাউনলোড করে নিন। Download From Server 1 |
সময় পেলে আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসবেন http://www.bdrong.blogspot.com
ধন্যবাদ।
আমি সাওন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।