কেমন আছেন সবাই?। আশা করি ভালো আছেন। খুব দুশ্চিন্তাই আছি। কোন দিকে হাঁটবো এটা নিয়ে। নতুন করে জবের জন্য প্রস্তুতি নেওয়াটা অনেক পরিশ্রমের কাজ। জবের পড়াও অনেকটা অন্য রকম। আচ্ছা নিজের হতাশা নিয়ে আর কথা না বাড়িয়ে চলুন মূল প্রসঙ্গে আসি। আজকে আমি আপনাদের জন্য ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স এর দুইটি গুরুত্ব পূর্ণ বই শেয়ার করবো। যারা পড়ছেন বা জব করতেছেন, দুজনের জন্য বই দুটি সাথে রাখা দরকার। বই দুটি মূলত থিওরি ভিত্তিক ভাবে প্রস্তুত করা, প্রয়োজনীয় ম্যাথ আছেন যেগুলো আপনার কর্মক্ষেত্রে কাজে লাগবে। বই দুটি যারা জব করছেন তাদের কথা মাথায় রেখে মূলত করা। আমার বই দুটির থিওরি গুলো ভালো লেগেছে। এখন আপনাদের কেমন লাগবে সেটা আমার জানা নেই। যদি কোনও কাজে আসে আপনাদের তবে অবশ্যই আনন্দিত হব।
তবে ইলেক্ট্রিক্যাল বইটি অনেক বেশি পেজ তাই মোবাইল বা ট্যাব বা কম্পিউটারে পড়া মোটেই সুখকর মনে হয়নি আমার কারণ বইটি টপিক ধরে ভাগ করা। কিন্তু যারা অভ্যস্ত মোবাইল বা ট্যাব বা কম্পিউটারে পড়ে তাদের সমস্যা হবে না আশা করি। নীলক্ষেতে অনেক খুঁজে বইটির হদিস করতে পারি নাই। কেউ যদি নীলক্ষেত থেকে খোঁজ করে বই দুটির হার্ড কপি বের করতে পারেন তবে আমার অণুরোধ থাকবে টিউমেন্ট সেকশনে লাইব্রেরি নাম আর লোকেশনটা যেন টিউমেন্ট করেন।
পরিশেষে পোস্টটি শেয়ার করুন।
বইয়ের লিঙ্কঃ
Standard Handbook For Electrical Engineering 16th Edition By Beaty & Fink
The Electronics Handbook 2nd Edition By Whitaker
পাওয়ার ইঞ্জিনিয়ারদের ৯ টি বই নামান নিচের লিঙ্ক থেকেঃ
পাওয়ার ইঞ্জিনিয়ারদের সংগ্রহে রাখার মত ৯ টি বই সরাসরি গুগল ড্রাইভ থেকে নামান!
আমি হাসান মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।