ঘরে বসে নিজে নিজেই বাংলায় খুব সহজে ইংরেজি শিখুন – খুব সহজে ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
ইংরেজি এমন একটি ভাষা যা আজকের দিনে সবার জানা উচিত। অনেকে মনে করেন ইংরেজি খুব কঠিন এই ভাষাটি শেখা খুব সহজ হবে না, তাই অনেকে ভয়ে পিছিয়ে আশাকরি এই ভাষাটি শেখা কঠিন নয়। কিন্তু আমরা যে পদ্ধতিতে এই ভাষাটি শিখতে শুরু করি সেটা খুব জটিল। কারন কেউ আমাদেরকে এতা সহজ করে শেখায় নি। প্রথম থেকেই আমাদের মনে একটা ভীতি ধরিয়ে দেওয়া হয়। যার ফলে আমাদের মনে একটা ধরনা জন্মে যায় যে এই ভাষাটি সহজে শিখতে পারব না। আজ আমি বলব –
কিভাবে খুব সহজে ইংরাজি শিখবেন তার একটি টিপস
আমি মনে করি প্রথমে ইংরেজি শিখতে হলে ছোট ছোট বাক্য শেখা উচিত। ধরে নিলাম আমি প্রথম দিনে কুড়িটি বাক্য শিখলাম যা আমাদের জীবনে প্রতিদিন ব্যবহার হয়। এবার সেই বাক্য গুলি সারাদিন ভাবতে হবে এবং মনের মধ্যে গেঁথে নিতে হবে। এইভাবে প্রতিদিন ইংরাজি শেখা শুরু করুন, মাথার মধ্যে গ্রামারের চিন্তা একেবারেই আনবেন না। কারন এই গ্রামার আমাদের মনে ভয়ের সৃষ্টি করে তাই এর থেকে একটু দুরেই থাকুন। এই বাক্য শেখার সাথে সাথে ওয়ার্ড ও শিখতে শুরু করুন। এই ভাবে আপনার ভোকাবুলারি বাড়াতে থাকুন। এই ভাবে তিনমাস চালিয়ে যান। দেখুন কি রেজাল্ট আশাকরি তিনমাস পর আপনার কাছে ইংরাজিটা অনেক সহজ হয়ে যাবে। আর আপনার মন থেকে ইংরেজির ভুতটা পালিয়ে যাবে।
আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।