This tutorial is for 150 most common questions in English for beginners. মাত্র ১৫০ টি প্রশ্ন শিখে অনর্গল ইংরেজিতে কথা বলুন। ইংরাজিতে কথা বলতে গেলে আপনাকে প্রশ্ন করা শিখতেই হবে, নাহলে আপনি বেশি ক্ষন কথা চালিয়ে যেতে পারবেন না। অনেকেই আছেন যারা হয়ত sentence বানাতে পারেন কিন্তু ইংরাজিতে প্রশ্ন করতে গেলেই আটকে যান, মানে বলতে পারেন না কিংবা ভয় পান। আমার এই প্রশ্ন গুলি দেখলে কিংবা শিখলে আমার মনে হয় আপনার ভয় কেটে যাবে এবং আপনি অনেক অনেক প্রশ্ন করতে পারবেন।
দেখুন তো এই প্রশ্নগুলির ইংরাজি করতে পারেন কিনা?
তুমি কাকে খুজছো? |
আপনি কে বলছেন? |
তোমাকে ওটা কে শিখিয়েছে? |
কে বলছেন? |
কে ডাকছে? |
ওই ব্যক্তিটি কে? |
তুমি ওটা বললে কেন? |
তুমি আমায় চিমটি কাটছ কেন? |
তুমি ঘণ্টায় ঘণ্টায় চা খাও কেন? |
তুই কি লাঞ্ছ খেতে আসবি? |
ফেরার পথে কি একবার আসবেন? |
আপনি কি আমাকে একটা কলম দিতে পারবেন? |
অনুগ্রহকরে আমাকে লবনদানিটি দেবে? |
তুমি কি এটা আমার গাড়িতে তুলে দেবে? |
তুমি কি তাকে বলবে পরে আমাকে কল করতে? |
আপনি দুধ খেতে পছন্দ করবেন না কফি? |
কিছু মনে না করলে দরজাটা একটু বন্ধ করবেন? |
কিছু মনে না করলে আজকে রাতের রান্নাটা কি তুমি করবে? |
আপনি কি দয়া করে একটু বানানটা বলবেন? |
আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।