সহজে পড়া মনে রাখার কৌশল?

পড়া মনে রাখার সহজ কৌশল



পড়া মনে রাখার কৌশল সম্পর্কে বলতে গেলে অনেকে অনেক উপদেশ দিয়ে মাথা ভারি করে দেয়।  আমাদেরকে জানতে হবে কিভাবে সহজে পড়া মনে রাখা যায়। চলুন তবে যেনে নেই কিছু প্রয়োজনীয় কৌশল।

১)  আমার ব্যক্তিগত মত হচ্ছে যখন পড়তে বসবো নিজের ইচ্ছাতেই বসবো।  এবং মোবাইল ফোন বন্ধ করে বা টেবিলের কাছে না রেখে অন্য কোন খানে রাখবো।  যদি প্রয়োজন বেশি না  থাকে তবে বন্ধ করে রাখাটাই ভালো।  এতে করে পড়তে বসলে মন অন্যদিকে থাকবে না।  যদি প্রেমিকা থাকে তবে তাকে আগে থেকেই জানিয়ে রাখুন আপনার পড়ালেখার সময় সূচী। 

২)  অতিরিক্ত চাপ মাথায় নিয়ে পড়তে না ভসাটাই ভালো। এতে করে পড়া মনে রাখতে তো পারবেনি না উল্টো  মাথা আরো গরম হয়ে যাবে।

৩) দিনে পড়ালেখা এর চাইতে রাতে পড়ালেখা করা উত্তম। কারন রাতে একাকি নিরবে পড়া যায়।

৪) আপনি সকালে কিছুটা সময় একটানা পড়তে পারেন।
৫) অধিক রাতে পড়ালেখা বেশি মনে থাকে।
৬) এক টানা অনেকক্ষণ না পড়ে ৩০ মিনিট পর পর ৫-১০ মিনিট লেখালেখি করেন। পারলে চা খেতে পরেন (রাতের বেলা)।
৭)  পড়ার সময় ডিস্টার্ব করতে পারে এমন কিছু পড়ার ঘরে রাখবেন না।
৮) অন্ধকারে টেবিল ল্যাম্পপোস্ট জালিয়ে পড়তে পারেন।
৯)  পড়া সহজে মনে রাখতে যেটা পড়ছেন সেটা খাতায় লিখে ফেলুন বারবার।
১০) আপনার যখন যেটা পরতে ভালো লাগে তখন সেই বিষয় পড়ুন। 
  
পড়ালেখা করতে হলে সব সময় মনকে পরিস্কার রাখুন।  সুস্থ সরিলে পড়ালেখা করুন। অযথা কোন বাঝে যায়গায় আড্ডা দিবেন না, এতে করে আপনার মন মানসিকতা খারাপ পথে চলে যেতে পারে।  আর মন যদি ভালো না থাকে তবে আপনি কোন মতেই পড়ালেখায় উন্নতি লাভ করতে পারবেন না। ভালোদের সাথে চলাফেরা করুন,  সম্ভব হলে আপনার চেয়ে বেশি জানেন  বা হোক বয়সে বড়, এমন লোকদের সাথে চলাচল করার অভ্যাস করুন।  এতে করে তাদের কাছ থেকেও অনেক কিছু শিক্ষতে পারবেন।  মনে রাখবেন কেবল বই পড়লেই প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব হয় না।  বছরের পর বছর ভালো রেজাল্ট করলেও প্রকৃত শিক্ষা অর্জন হয় না।  যতক্ষণ না আপনে সামাজিক শিক্ষা পূর্ণ ভাবে পাবেন ততক্ষণ শিক্ষা আপনাকে নিতেই থাকতে হবে।
সর্বশেষ কথাটি হচ্ছে শিক্ষার কোন বয়স নাই।  দুলনা থেকে কবর পর্যন্ত তোমরা শিক্ষা গ্রহন কর।
খোদা হাফেজ।
বানান ভুল আছে ক্ষমার চোখে দেখবেন,
আমার আরো কিছু লেখা পড়তে পারবেন এখানে
ধন্যবাদ সবাইকে।

Level 1

আমি মোঃ নাইমুল হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।

Md Naimul Hossain Bangladeshi Professional YouTuber And Blogger, currently working in a private company, as well as involved in journalism. Sohid smithy Government College Muktagachha, Mymensingh, BBA (Hons) Accounting 2015-16 Batch.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস