মাত্র ১৫০ টি প্রশ্ন শিখে অনর্গল ইংরাজি বলুন Most Common Questions – ইংরাজিতে প্রশ্ন করার ভয় কাটান

মাত্র ১৫০ টি প্রশ্ন শিখে অনর্গল ইংরাজি বলুন – আজ আমরা শিখব most common questions in English. এই প্রশ্নগুলি শিখে ইংরাজিতে প্রশ্ন করার ভয় কাটান। একটা conversation তখনই দীর্ঘ হয় যখন আমরা একে অপরকে প্রশ্ন করতে পারি। যদি একজন বলতে থাকেন আর অপরজন চুপ করে বসে থাকে কোন জবাব না দেয় তাহলে আর কতক্ষণ conversation চলবে। একটুতেই শেষ হয়ে যাবে।

 

কিভাবে ইংরাজিতে প্রশ্ন করা শিখবেন?

আমাদের প্রধান সমস্যা হল – আমরা ইংরাজিতে প্রশ্ন করতে পারি না কিংবা জানি না কিভাবে প্রশ্ন করতে হয়? কিংবা ইংরাজিতে প্রশ্ন করতে ভয় পাই। এটা শুধু আপনার সমস্যা নয়। এটা অনেকেরই আছে। তাই আজ আমি এমন ১৫০ টি প্রশ্ন ঠিক করেছি যা আমাদের জীবনে প্রতিদিন কাজে লাগে। মানে এই প্রশ্নগুলি আপনি বাংলায় কথা বলার সময় ব্যবহার করে থাকেন। মানে প্রশ্নগুলি আপনার চেনা জানা। এবার আমরা সেই প্রশ্ন গুলির ইংরাজি শিখব সহজ সহজ বাক্যে, যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন আর মনে রাখতে পারেন।

ইংরাজিতে প্রশ্ন করা শিখতে হলে আপনাকে একটু ভেবে দেখতে হবে যে – যখন আপনি বাংলায় কথা বলেন তখন যে বাক্যগুলি ব্যবহার করেন সেখানে কিছু প্রশ্ন থাকেই। সেগুলি লিখে রাখার চেষ্টা করুন। এবার আমি যে ১৫০ টি প্রশ্ন দেবো তার সাথে মিলিয়ে প্রশ্ন গুলি তৈরি করার চেষ্টা করুন। দেখবেন আপনি খুব দ্রুত expert হয়ে উঠছেন। বা আমি যে প্রশ্নগুলি দেব সেগুলি খুব ভালো করে মনে রাখার চেষ্টা করুন। দেখবেন আপনি ইংরাজিতে প্রশ্ন করার ভয় কাটাতে পেরেছেন।

Level 1

আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস