আজ আমরা শিখব ইংরাজি বলতে গেলে যে বাক্যগুলি জানা প্রয়োজন সেই রকম কিছু বাক্য। Daily use English phrases for the beginners. যারা নতুন ইংরাজি শিখতে শুরু করেছেন তাদের খুব কাজে আসবে এই ভিডিওটি। এতে বাংলা থেকে ইংরাজি এমন কিছু বাক্য দেওয়া আছে যা আপনি আপনার প্রতিদিনের জীবনে ব্যবহার করেন। ইংরাজি শিখতে গেলে আপনাকে অনেক বাক্য শিখতে হবে যাতে আপনি দ্রুত ইংরাজি শিখতে পারেন।
কিভাবে সহজ উপায়ে ইংরাজি শিখবেন?
অনেকেই ভাবে ইংরাজি খুব কঠিন বিষয়। তাই অনেকেই ভয় পেয়ে যান আর শেখা ছেড়ে দেন। সেই আমাদের ছোট বেলা থেকে আমাদের গুরুজনেরাও তাই বলে এসেছেন। তাছাড়া ছোট বেলায় যখন ইংরাজি শিখতে যেতাম সেখানে একদিনও কেউ একটা বাক্যও ইংরাজিতে বলত না। হয় রিডিং পড়তে হত না হলে মানে বই দেখে বাক্য গুলির বাংলা পড়ে যেতাম আর হুবহু নকল করে বলে দিলাম। খুব বেশী হলে ইংরাজি গ্রামারের জটিল নিয়ম এমন শেখানো হত, যার চাপে ইংরাজিটা শিখতেই ইচ্ছে করত না।
এই ভাবে কখনো ইংরাজি শেখা হয় না। এর জন্য আপনাকে সঠিক পদ্ধতি জানতে হবে। আপনি যদি অতকিছু না শিখে ছোটবেলা থেকে একটা দুটো ইংরাজি বাক্য বলতে শিখতেন, আজকে আর আপনাকে এই সমস্যায় পড়তে হত না। ইংরাজি শেখার সহজ পদ্ধতি হল অনেক অনেক বাক্য শেখা যা আমাদের জীবনে খুব ব্যবহার হয়। আর এই বাক্যগুলি আপনাকে ইংরাজি বলতে সাহায্য করবে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে।
আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
awesome post!