৫০ টি ছোট বাক্য শিখে অনর্গল ইংরাজি বলতে শুরু করুন কেন আপনি ছোট ছোট বাক্যে ইংরাজি শিখবেন?

আজ এই ভিডিওটিতে আমি শেয়ার করব এমন ৫০ টি ছোট ছোট বাক্য যা প্রতিদিন কাজে লাগে। learn 50 most common English phrases through Bengali. Spoken English শিখতে গেলে আপনাদেরকে অবশ্যই নানা ধরনের ইংরাজি বাক্য শিখতে হবে। তবে আমি বলব প্রথমে ছোট ছোট বাক্যে শেখা উচিত। বাংলায় কথা বলার সময় আমরা যে বাক্যগুলি বলে থাকি যদি সেই বাক্য গুলি শিখতে পারি। তাহলে আমাদের spoken English শেখা অনেক সহজ হয়ে যাবে।

কেন আপনি ছোট ছোট বাক্যে ইংরাজি শিখবেন?

আমি সব সময় বলি ছোট ছোট বাক্যে ইংরাজি শিখতে, কারন ইংরাজি একদিনে শেখা যায় না। এর জন্য সময় লাগে। অনেক ধৈর্য লাগে। তবে আমি আপনাকে একটা সহজ উপায় বলে দিতে পারি ইংরেজি শেখার জন্য। তাহল প্রথম ৩ মাস খুব যত্ন করে নিয়মিত যদি আপনি ইংরাজি শিখতে শুরু করেন তাহলে খুব দ্রুত আপনি ইংরাজি শিখতে পারবেন। তবে এই তিনমাস কোন গাফিলতি করা যাবে না। বিশেষ করে যারা নতুন ইংরাজি শিখছেন। অনেকেই আছেন যারা প্রথমে গ্রামার শিখতে শুরু করেন। যারা ফলে তারা গ্রামারের জটিল নিয়মে আটকে পড়েন শেষে বিরক্ত হয়ে ছেড়ে দেন। আবার অনেকে আছে যারা সারাদিন শুধু ওয়ার্ড কালেক্ট করে যান। তারা এটা ভাবে যে আমি প্রচুর ওয়ার্ড কালেক্ট করলেই সহজেই ইংরাজি বলতে পারবেন। এগুলি প্রতিটি ভুল ধারনা। আপনি যদি ছোট ছোট বাক্যে ইংরাজি শেখেন তাহলে তার মধ্যে ওয়ার্ড থাকবে। আপনি বাক্য কিভাবে তৈরি হয় সেটাও শিখতে পারবেন। আপনার শিখতেও ভালো লাগবে। যে বাক্যগুলি শিখবেন সেগুলি আপনার প্রতিদিনের জীবনে একটু একটু করে ব্যবহার করতে শুরু করুন। তাহলে আপনার মধ্যে একটা confidence চলে আসবে। নিজের প্রতি একটা বিশ্বাস জন্মাবে। আর এতেই আপনার ইংরাজি শিক্ষা সঠিক হবে।

আপনি মনে করে দেখুন আপনি কিভাবে বাংলা শিখেছেন। প্রথমে ছোট ছোট ওয়ার্ড তারপর সেই ওয়ার্ড গুলিকে সাজিয়ে বাক্য তৈরি করা। তখন কি আপনি বাংলা গ্রামার জানতেন। জানতেন না তাও বাংলা বলতে পারেন। তাহলে এই পদ্ধতিতেই ইংরাজি শিখুন। এখন মোটামুটি আপনি অনেক ওয়ার্ড জানেন এবার সেগুলি সাজানোর পালা। যাইহোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি কাজে আসবে।

Level 1

আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস