দেশ বা বিদেশ যেখানেই ভ্রমন করতে যান না কেন সব থেকে সহজ উপায় হল Airport, কিন্তু অনেকেই ভয় পান Airport এ যেতে। কারন এখানে ইংরাজিতে conversation বা কথাবার্তা বলতে হয়। যার কারনে অনেকেই পিছিয়ে যান Airport যেতে। তো আজকের আমার বিষয় হল - conversation at the airport for beginners, যারা একদম নতুন ইংরাজি শিখছেন এই ভিডিওটি তাদের ভয় অনেকটা কাটাতে সাহায্য করবে। এই ভিডিওটি দেখার পর আপনার অনেকটাই সাহস বেড়ে যাবে। কারন আপনি এবার জানতে পারবেন Airport এ কি ধরনের কথা বার্তা হয়। আমি এখানে সেই সব বাক্য গুলি দিয়েছি যেগুলি সাধারনত Airport এ ব্যবহার করা হয়ে থাকে।
ইংরাজি শিখতে গেলে আপনাকে নানা ধরনের বাক্য বা বিষয় নিয়ে পড়াশুনা করতে হবে। কারন যদি আপনি word বা Phrases গুলি জেনে থাকেন তাহলে সহজেই conversation করতে পারবেন। আপনার থমকে যাওয়া বা আটকে যাওয়ার ব্যাপার থাকবে না। মানে আপনি অনর্গল ইংরাজিতে কথা বলতে পারবেন। সহজ কিছু phrase বা word যদি আপনি শিখে রাখতে পারেন যেগুলি আমাদের জীবনে মোটামুটি ভাবে ব্যবহার হয়ে থাকে তাহলে আমি আপনাকে ১০০% গ্যারান্টি দিচ্ছি আপনাকে কেউ আটকাতে পারবে না ইংরাজি বলাতে।
এবার প্রশ্ন হল যে কোন word গুলি শিখবেন? এর কোন বাঁধাধরা নিয়ম নেই। প্রথম অবস্থায় মানে যারা ইংরাজি শিখতে শুরু করেছেন তাদেরকে বলব সহজ সহজ যে বিষয় সেগুলি নিয়ে নিয়মিত পড়াশুনা করতে।
আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.