আজ আমরা শিখব এমন কিছু বাক্য যা ইংরাজি বলতে গেলে জানা প্রয়োজন। English Speaking Practice course - Giving Advice. বাংলায় আমরা নানা ধরনের বাক্য বলে থাকি যেমন আদেশ অনুরোধ জিজ্ঞাসা ইত্যাদি। তবে আজকের এই বাক্য গুলি দিয়ে শিখব কিভাবে উপদেশ দিতে হয়। ইংরাজিতে এই ধরনের বাক্যকে বলা হয় Imperative sentence. দেখবেন স্কুলে শিক্ষকরা বাড়িতে বাবা মা বা গুরুজনেরা আমাদের এই ধরনের কথা বলে থাকেন। এই বাক্যগুলি আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। আর আপনি যদি এই বাক্য গুলি শিখে নিতে পারেন তাহলে আপনার spoken English অনেকটা এগিয়ে যাবে। এই ধরনের বাক্য বলতে গিয়ে আপনি জড়িয়ে যাবেন না। দেখবেন আপনি confidently ইংরাজি বলতে পারছেন। তার মানে এটাই দাঁড়ায় যে আপনিও এবার সবাইকে উপদেশ দিতে পারবেন তবে বাংলায় নয় ইংরাজিতে।
ইংরাজিতে যদি অনর্গল কথা বলতে হয় তাহলে আপনাকে সব ধরনের বাক্যই শিখতে হবে। আর আপনার pronunciation ঠিক করতে হলে আপনাকে প্রচুর ইংরাজি শুনতে হবে। যত অভ্যাস করবেন ততই আপনার ইংরাজি ভালো হবে। তাই ইংরাজি শিখতে গেলে আপনাকে নিয়মিত সময় বের করতে হবে। তাহলেই দেখবেন আপনার কাছে ইংরাজি অনেক সোজা হয়ে গেছে।
আমার এই চ্যনেলটি বানানো শুধুমাত্র তাদের জন্য যারা ইংরাজি অভ্যাস করতে চান। বা যারা একদমই ইংরাজি বলতে পারেন না তাদের জন্য। এখানে আমি খুব ছোট ছোট বাক্য দিই যা আমাদের জীবনে প্রতিদিন কাজে লাগে। এবং এই বাক্য গুলি আপনিও বলে থাকেন যখন বাংলায় কথা বলে থাকেন। তাই আপনি খুব সহজেই ইংরাজিটা এখান থেকে শিখতে পারবেন। তাছাড়া এখানে বাংলায় উচ্চারন সহ subtitle দেওয়া আছে, যাতে আপনি বাংলায় ইংরাজি শিখতে পারেন। এই চ্যানেলের সাথে থাকুন, তাহলে আপনি খুব সহজেই ইংরাজি শিখতে পারবেন কারো সাহায্য ছাড়া।
আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.