SSC Result 2018 | এসএসসি ফলাফল ২০১৮ আগামী ৬ই মে প্রকাশ করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দুদিনের জন্য সুপারিশ করা করে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে দুদিনের যেকোনো দিন ফলাফল প্রকাশ করা হবে।
প্রথা অনুযায়ী ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ের সচিব সব বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফলের সার সংক্ষেপ তুলে দেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। আর ওই দিন দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
প্রতি বছর ফেব্রুয়ারী মাসে এসএসসি পরীক্ষা শুরু হয়। এবার ১লা ফেব্রুয়ারী পরীক্ষার শুরু হয়ে ২৫শে ফেব্রুয়ারী তত্ত্বীয় পরীক্ষার মাধ্যমে শেষ হয়। পরবর্তিতে ব্যবহারিক পরীক্ষা ৪র্থ মার্চ এর মধ্যে শেষ করা হয়েছে।
২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী এবার এস এস সি পরীক্ষার ২০১৮তে অংশগ্রহন করেন। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র এবং ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করে। ৪১২টি কেন্দ্র থেকে ১০টি বোর্ডের অধীনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষে এখন শুধু অপেক্ষার পালা। সাধারণত পরীক্ষা শেষ হবার ২ মাসের ব্যবধানে ফলাফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়য়। সেই হিসাবে পরীক্ষার ফলাফল ঘোষণার সম্ভাব্য তারিখ ৬ মে। তাই রেজাল্ট প্রকাশের আগ পর্যন্ত এই অখণ্ড অবসর সময় সবার মাথায় বার বার ঘুরে ফিরে আসছে রেজাল্ট এর চিন্তা। এস এস সি পরীক্ষার ফলাফল অথবা দাখিল বা ভোকেশনাল যে যেটা দিয়েছে, পরীক্ষার ফলাফল ভাল হবে তো?
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৬ মে প্রকাশ করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ কথা জানান।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, তাঁরা আগামী ৩ থেকে ৭ মের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন। এখন সরকারপ্রধান যেদিন সম্মতি দেবেন, সেদিন ফল প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ৪ ও ৫ মে ছুটির দিন। এ কারণে ৬ মে ফল প্রকাশের জন্য তাঁদের বলা হয়েছে। ৬ মে ফল প্রকাশ করা হবে, এটা ধরেই তাঁরা প্রস্তুতি শুরু করেছেন।
এসএসসি ফলাফল ২০১৮ প্রকশ করা হবে ৬ মে।
এসএসসি রেজাল্ট সকল বোর্ডের একসাথে প্রকাশ করা হবে। রেজাল্ট শিক্ষা মন্ত্রণালয়ের দুটি অফিসিয়াল ওয়েব-সাইটে একযোগে প্রকাশ করা হবে। eboardresults.com এবং educationboardresults.gov.bd সাইটে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা কয়েকটি উপায় অবলম্বন করে তাদের এসএসসি ফলাফল ২০১৮ দেখতে পারবে। ফলাফল অনলাইনে ও এসএমএস এ জানা যাবে। আমরা নিচের তার বিস্তারিত বর্ননা দিলাম, যাতে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারে।
অনলাইনে ফলাফল দেখতে eboardresults.com এবং educationboardresults.gov.bd ভিজিট করুন।
DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board
SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ (SSC Result 2018)
SSC First 3 Letters of Your Board Roll Number Passing Year and send SMS 16222.
উদাহরণঃ
SSC RAJ 123456 2018 and send SMS 16222
SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ
Dakhil First 3 Letters of Your Board Roll Number Passing Year and send SMS 16222.
উদাহরণঃ
Dakhil MAD 123456 2018 and send SMS 16222
এসএসসি ভোকেশনালের জন্যঃ
SSC First 3 Letters of Your Board Roll Number Passing Year and send SMS 16222.
উদাহরণঃ
SSC Tec 123456 2018 and send SMS 16222
বি.দ্রঃ শিক্ষার্থীরা দুপুর ২টা থেকে ইন্টারনেট, মোবাইল এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এস এস সি রেজাল্ট 2018 জানতে পারবে।
প্রতিটি বোর্ডের পরীক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবে। সারা দেশ থেকে একযোগে ঐ সাইটে ফলাফল দেখার চেস্টা করার ফলে অনলাইনে ফলাফল জানা অনেক কস্টসাধ্য হয়ে পড়ে। তাই স্বাভাবিক ভাবেই সবার বিকল্প পদ্ধতি খোঁজার প্রয়োজন হয়ে পড়ে। আপনারা অনেকেরই হয়তো জানা নেই ঐ ওয়েবসাইটের পাশাপাশি বাংলাদেশের সব শিক্ষা বোর্ড তাঁদের নিজস্ব ওয়েব-সাইটেও ফলাফল প্রকাশ করে থাকে। সেখান থেকে অপেক্ষাকৃত সহজে ফলাফল জানা যায়। আপনাদের সুবিধার্থে সকল বোর্ডের ফলাফল দেখার জন্য তাদের ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া হলোঃ
এ ছাড়াও যে কোন রীক্ষার ফলাফল জানতে ভীজিট করুন: examresultbd.com। যদি আপনাদের কোন কিছু বুজতে সমস্যা হয় তাহলে নিচে মন্তব্য করে আমাদেরকে জানতে পারেন।
আমি ashad29। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক সুন্দরভাবে উপস্থাপন করেন ভাই। আপনি চাইলে এই লিংকেও দেখতে পারেন। এখানে রেজাল্ট ও রুটিন সম্পন্ধে বিস্তারিত আলোচনা করা আছে। Education Board ssc result 2019 and Routine