এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল SSC Result 2018 আগামী ৬ মে প্রকাশ করা হবে। ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ssc result 2018 ফলের অনুলিপি হস্তান্তর করা হবে। পরে ফলাফলের বিস্তারিত জানানোর কথা রয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এসএসসি ও সমমানের ফল আগামী ৬ মে প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লিখিতভাবে জানানো হয়েছে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি তুলে দেয়া হবে। এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করবো।
পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ: 6 May 2018
পাশের হার:
মোট অংশগ্রহনকারী পরীক্ষার্থী: ২০, ৩১, ৮৯৯ জন
অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd এ দেশের সকল বোর্ড এর ফলাফল একযোগে প্রকাশ করে থাকে। কিন্তু ওইদিন সারা দেশ থেকে একযোগে ঐ সাইটে ফলাফল দেখার চেস্টা করার ফলে অনলাইনে ফলাফল জানা অনেক কস্টসাধ্য হয়ে পড়ে। তাই স্বাভাবিক ভাবেই সবার বিকল্প পদ্ধতি খোঁজার প্রয়োজন হয়ে পড়ে। আপনারা অনেকেরই হয়তো জানা নেই ঐ ওয়েবসাইটের পাশাপাশি বাংলাদেশের সব শিক্ষা বোর্ড তাঁদের নিজস্ব ওয়েব-সাইটেও ফলাফল প্রকাশ করে থাকে। সেখান থেকে অপেক্ষাকৃত সহজে ফলাফল জানা যায়। আপনাদের সুবিধার্থে সকল বোর্ডের ফলাফল দেখার জন্য তাদের ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া হলোঃ
সকল বোর্ডের এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৮
অনলাইনে মার্কশিট সহ রেজাল্ট দেখার লিঙ্কঃ https://eboardresults.com/app
এছাড়া মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়েও জানা যাবে ফলাফল। এসএসসি পরীক্ষার ফল পেতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিতে হবে। এরপর রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে জানানো হবে ফলাফল। (উদারহণ: SSC DHA 123456 2017)।
DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board
SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ (SSC Result 2018)
SSC First 3 Letters of Your Board Roll Number Passing Year and send SMS 16222.
উদাহরণঃ
SSC RAJ 123456 2018 and send SMS 16222
SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ
Dakhil First 3 Letters of Your Board Roll Number Passing Year and send SMS 16222.
উদাহরণঃ
Dakhil MAD 123456 2018 and send SMS 16222
এসএসসি ভোকেশনালের জন্যঃ
SSC First 3 Letters of Your Board Roll Number Passing Year and send SMS 16222.
উদাহরণঃ
SSC Tec 123456 2018 and send SMS 16222
বি.দ্রঃ শিক্ষার্থীরা দুপুর ২টা থেকে ইন্টারনেট, মোবাইল এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এস এস সি রেজাল্ট 2018 জানতে পারবে।
Education Board Mail এ ক্লিক করে ইমেল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
[ইমেল ঠিকানা এরকম হবেঃ
[email protected]
এখানে, RAJ = আপনার বোর্ড,
126490 = আপনার কলেজের EIIN NUMBER টি,
PASSWORD = আপনার কলেজের EIIN NUMBER টি, উপরোক্ত ক্ষেত্রে, 126490 এখানে রাজশাহী কলেজ এর ক্ষেত্রে দেথানো হয়েছে]
EINN number জানা না থাকলে এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন। *
লগ ইন করার পর ইনবক্স দেখুন। নতুন মেইল থাকবে attachment (PDF) সহকারে। ATTACHMENT এর উপর ক্লিক করে পিডিএফ ডাউনলোড করুন।
বিঃ দ্রঃ দুপুর ১.0০ মিঃ টায় SSC /DIBS-2018 রেজাল্ট পাওয়া যাবে। এর আগে রেজাল্ট দেখা অসম্ভভ বললেই চলে কারন এখন বাংলাদেশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের সিকিউরিটি অনেক শক্তিশালী, তাই তাদের সাইট হ্যাক করে নির্দিষ্ট সময়ের আগে রেজাল্ট দেখা মুশকিল।
উল্লেখ, গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪ মার্চ শেষ হয়। সারা দেশে তিন হাজার ৪১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র ও ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।
এ ছাড়াও যে কোন পরীক্ষার ফলাফল জানতে ভীজিট করুন: https://allresultbd.com। যদি আপনাদের কোন কিছু বুজতে সমস্যা হয় তাহলে নিচে মন্তব্য করে আমাদেরকে জানতে পারেন।
আমি উড়ন্ত পাখি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই। ডিপ্লোমা রেজাল্ট পেতে পারেন এখান থেকেঃ
bteb result 2019 diploma result 2019