এবার Exam – এ ১০০ ই ১০০ তুমিও পাবে

I hate exam, exam দিতে অনেকেই পছন্দ করেন না, তারা বলেন একদিনে দুই বা তিন ঘণ্টার exam কিভাবে কারো ভাগ্য নির্ধারণ করতে পারে, হ্যাঁ আপনি হয়তো ঠিকই বলছেন তবু, exam তো দিতেই হয়। আমাদের জীবনে SSC এবং PSC - এর মতো Board exam অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে আর না বন্ধুরা এবার থেকে I hate exam বলার অভ্যাসটা বদলে ফেলে I love Exam  বলার অভ্যাসটা তৈরী করে ফেলুন, কারন Positive Thinking আপনাকে সেই অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।

কীভাবে 100 out of 100 score করা যাবে?

তো বন্ধুরা title দেখে আপনারা এতক্ষণে বুঝতেই পেরেই গেছেন, যে আজ আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বর্তমানে বেশিরভাগ students রাই ঠিক আমার-ই মতো। আপনি ভাবছেন আমার-ই মতো কেন বললাম, কারন তারাও ঠিক আমারি মতো exam এর ১ মাস বা ১০ দিন বা ৭ দিন আগেই পড়া শুরু করে। আর এই ১০ দিন বা ৭ দিন পড়েই আপনি better result করতে পারেন

আমাদের education system অনুযায়ী কোন একটা student ভালো না খারাপ সেটা বিচার করা হয় তার result এর percentage (%) দেখে। তাছাড়া SSC, PSC - এর মতো Board exam এর result পরবর্তী ক্ষেত্রে যেখানে কাজে লাগে সেখানে শুধুই Marks টাই দেখা হয়, অর্থাৎ percentage টুকুই। আর আপনার প্রতিবেশিরাও আপনার percentage টুকুই শুনবে, কখনো আপনাকে নিউটনের 3rd  law জিজ্ঞেস করতে আশাকরি। মানে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা। - তবে বন্ধুরা আমি চুরি করার কথা বলছি না, চুরি তো Looser রা করে, আর আপনি তো Looser নন। আমি বলছি কিছু Technique Apply করার কথা, বুদ্ধি Apply করার কথা, ভাল মার্কস পাওয়ার জন্য।

এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, Who is Intelligent? তাহলে আপনি হয়তো বলবেন, যে সব জানে সেই Intelligent. কিন্তু আমাদের society র defination অনুযায়ী যে সব থেকে বেশি marks বা percentage পাই সেই intelligent. এখন আপনি হয়তো বলবেন যে দুটোই  তো একই ব্যাপার, যে সব জানে, সেই তো বেশি marks পাই। কিন্তু আপনার এই ভাবনাটা সম্পূর্ণ ভুল, কারন সব থেকে বেশি marks সেই student ই পাই, যে exam এ সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসে।

তাহলে এখন আপনি ভাবছেন যে exam তো এসেই গেল, What to do now? কীভাবে 100 out of 100 score করা যাবে? অনেকে আপনাকে হয়তো অনেকেই অনেক রকম tips দেবে, কিন্তু practically কেউ আপনাকে বলে দেবে না যে কীভাবে ১০০ তে ১০০ পাওয়া যায়। তাই Positive Thinking [Bangla] আপনার জন্য নিয়ে এসেছে কিছু smart tips, যেগুলো follow করলেই আপনি সহজেই  ১০০% পর্যন্ত Marks Score করতে পারবেন। তাহলে চলুন সেই smart tips গুলি কি কি তা জানার জন্য এই ভিডিও টি দেখেনিয়

How to Get 100 Marks in Exam Out Of 100 (Watch Video)

Thank You!

Level 0

আমি Biswajit Das। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hi, This is Biswajit. I hope, I'll give 2 TT sweet sweet tunes.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস