SSC Result 2018 এসএসসি ফল ২০১৮ কিভাবে দ্রুত ও সহজে পাবেন– বিস্তারিত দেখুন

SSC Result 2018: এবার এসএসসি পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ এবং ছাত্রী ১০ লাখ আট হাজার ৬৮৭ জন। এবার ১০টি বোর্ডের তিন হাজার ৪১২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ২৮ হাজার ৫৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

সাধারণ আট বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮ জন। এ ছাড়া দাখিলে পরীক্ষার্থী ছিল দুই লাখ ৮৯ হাজার ৭৫২ জন। এসএসসি ভোকেশনালে এক লাখ ১৪ হাজার ৭৬৯ জন। তত্ত্বীয় পরীক্ষা  ১লা ফেব্রুয়ারি শুরু হয় এবং শেষ হয় ২৫ ফেব্রুয়ারি; ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি হতে শুরু হয়ে শেষ হয় ৪ মার্চ।

চলুন জেনে নেওয়া যাক কিভাবে সহজে সকল বোর্ডের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ইন্টারনেট, মোবাইলের এসএমএস  জানা যাবে
মোবাইলে SMS এর মাধ্যমে এসএসসির ফলাফল ২০১৮ জানার নিয়মঃ

  • For SSC Result: SSC <space> First 3 Letters of Boar d <space> Roll Number <space> 2018 এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন।
  • For Alim Result: Dakhil <space> MAD <space> Roll Number <space> 2018 এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন।
  • For Technical Board Result: SSC <space> Tec <space> Roll Number <space> 2018 এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন।

SMS Short Code for Different Education Board:

Dhaka Board- DHA, Barisal Board- BAR, Rajshahi Board- RAJ, Jessore Board- JES, Comilla Board-COM, Dinajpur Board- DIN, Chittagong Board-CHI, Sylhet Board-SYL, Madrasha Board- MAD
অনলাইনে এসএসসি পরীক্ষার ফল ২০১৮ জানার নিয়মঃ
অনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট (http://www.educationboardresults.gov.bd) ও  (http://eboardresults.com) থেকে  মাধ্যমিক  স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল মার্কশীট সহ পাওয়া যাবে।

Best Android Apps for SSC Result 2018

রেজাল্ট যখন পাবলিশ হয়, তখন ওয়েবসাইটে খুব বেশি ট্রাফিক থাকায়, ওয়েবসাইটটি ডাউন থাকে ৷ ফলে স্মার্ট ফোন কিংবা ইন্টারনেট কানেকশন থাকা সত্বেও, আপনি আপনার ফলাফল সময় মতো হাতে পাচ্ছেন না ৷ অথচ এই "All Board Results  BD” টি  দিয়ে মোবাইলে খুব সহজে ফল জানতে পারবেন মার্কসীটসহ।

অ্যাপটি Google Play Store থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Level 2

আমি রেজাল্টইন বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস