সবার আগে সহজেই দেখুন ২০১৮ সালের এস এস সি পরীক্ষার ফলাফল

২০১৮ সালের এস এস সি (SSC) ও সমমানের পরীক্ষার ফল আগামি এপ্রিল মাসে প্রকাশিত হবে। গতবারের ন্যায় এবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ই-মেইল এর মাধ্যমে ফলাফল পাঠানো হবে। শিক্ষাবোর্ড সমূহের প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন ই-মেইল আইডি তৈরী করা হয়েছে। তাছাড়া আপনারা চাইলে অনলাইনে আপনাদের এস এস সি পরীক্ষা ২০১৮ এর ফলাফল চেক করতে পারেন। অনলাইনে ফলাফল চেক করতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে।

এখান থেকে আপনার এস এস সি পরীক্ষা ২০১৮ এর ফলাফল পেতে করতে পারেনঃ

কোন প্রতিষ্ঠানের ই-মেইল আইডির ধরন হবেঃ

[সংশ্লিস্ট বোর্ডের নামের ১ম তিন অক্ষর][প্রতিষ্ঠানের EIIN নাম্বার]@educationboard.gov.bd

উদাহরণসরূপঃ ঢাকা বোর্ডের কোন প্রতিষ্ঠানের EIIN নাম্বার যদি ১২৪৩৫৭ হয় তবে ঐ প্রতিষ্ঠানের ই-মেইল আইডি হবে [email protected] এবং পাসওয়ার্ড হবে EIIN নাম্বার অর্থাৎ ১২৪৩৫৭।

ই-মেইলে পরীক্ষার ফলসহ যাবতীয় তথ্যাদি পাওয়ার জন্য নিন্মের ধাপগুলো অনুসরন করতে হবেঃ

  • প্রথমে এখানে ক্লিক করুন
  • Email Address এর ঘরে ই-মেইল আইডি এবং Password এর ঘরে EIIN নাম্বার লিখে Login বাটনে ক্লিক করুন
  • ই-মেইল Open হবে
  • Inbox এ ক্লিক করুন
  • Inbox Open হবে
  • Subject এর উপর ক্লিক করুন
  • Mail Open হবে
  • Download এ ক্লিক করলে PDF আকারে উক্ত প্রতিষ্ঠানের সম্পূর্ণ Result Sheet টা Download হবে।

আর Roll wise SSC Result 2018 পেতে হলে এখানে ক্লিক করুন।

মোবাইলের মাধ্যমে SSC Result 2015 পেতে নিচের নির্দেশনা অনুসরন করুনঃ

যে কোন মোবাইল থেকে SMS-এর মাধ্যমে ফলাফলঃ

আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন,

SSC <space> First 3 letters of your Education Board <space> Roll no <space> Passing year

তারপর পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

অর্থাৎ, মেসেজ অপশনে গিয়ে সাধারণ বোর্ডের জন্য SSC ও মাদ্রাসা বোর্ডের জন্য ALIM লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে রোল নম্বর পাশের সন লিখে Send করুন 16222 নম্বরে। ফিরতি মেসেজে আপনার রেজাল্ট পেয়ে যাবেন।

যেমন,

ঢাকা সহ সকল বোর্ডের ফলাফলের জন্যঃ

SSC <স্পেস> DHA <স্পেস> Roll No <স্পেস> Passing year

তারপর পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

উদাহরনঃ SSC DHA 123456 2015

তারপর পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

মাদ্রাসা বোর্ডের ফলাফলের জন্যঃ

ALIM <স্পেস> MAD <স্পেস> Roll No <স্পেস> Passing year

তারপর পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

উদাহরনঃ ALIM MAD 123456 2013

তারপর পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

টেকনিক্যাল বোর্ডের ফলাফলের জন্যঃ

SSC <স্পেস> TECH <স্পেস> Roll No <স্পেস> Passing year

তারপর পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

উদাহরনঃ SSC TECH 123456 2013

তারপর পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

নিচে সকল বোর্ডের কী ওয়ার্ড দেয়া হলঃ

  • DHA = Dhaka Board
  • COM = Comilla Board
  • RAJ = Rajshahi Board
  • JES = Jessore Board
  • CHI= Chittagong Board
  • BAR = Barisal Board
  • SYL = Sylhet Board
  • MAD = Madrasah Board
  • DIN = Dinajpur Board

ফলাফল পেতে কোন সমস্যা হলে ফেসবুকে এই পেজটিতে যোগাযোগ করতে পারেন Govt Exam Result। আশা করি আমার এই টিউনটা ফলপ্রত্যাশীদের কাজে লাগবে। সবার ভালো ফলাফল প্রত্যাশায় শেষ করছি।

Level 0

আমি তারেক আজিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস