Basic English grammer focus(ছোট ছোট ইংলিশ গ্রামার টিপস আপনাকে পৌছে দিতে পারে সফলতার শীষে) Don’t cry just try

আশা করি প্রথিবীর সকল মানুষকে আল্লাহ তায়ালা ভালো রেখেছেন। অনেকে বলে থাকেন ব্রিাটশ, আমেরিকানরা ইংলিশ গ্রামার ব্যবহার করেন না। আমি স্পষ্ট করে বলে রাখি এই ধরনের কথ একেবারেই কানে নিবেন না। একটি চিন্তা করুন ভাষাটা তো তাদের তাই না তারা যদি গ্রামার ব্যবহার না করেন তবে কারা ব্যবহার করবেন। তারা যা যেভাবে ব্যবহার করেন সেটিই গ্রমার। ইংলিশে কথা বলার জন্য গ্রামার এর কোন বিকল্প নেই। তবে তার মানে আমি এটা বলছি না যে হাজার হাজার গ্রামার রুলস জানতে হবে। যতটুকা কথা বলার জন্য দরকার ততটুকু জানলেই চলবে। তাই চলুন আর দেরি না করে আজ শুরু করা যাক। বাংলায় যদি বলা হয। করিম কেমন? এটির মানে হল করিম সম্পকে জানতে চা্ওয়া হচ্ছে সে বক্তি হিসাবে কেমন। এই কথার উত্তর একটু ব করে দেওয়া হয়। যেমন : সে কথা কম বলে, কারো সাথে মিশতে চাই না, কিন্তু আচার ব্যবহার ভালো। ব্যাখ্যা করে উত্তর দেওয়া হয়। যদি এই প্রশ্ন করা হয় করিম কেমন আছে? এর মানে হল তার স্বাথ্য সম্পকে জানতে চাওয় হচ্ছে। উত্তর : ভালো/বেশ ভালো/মুটামুটি ভালো এই ধরনের। যদি প্রশ্ন করা হয়: করিম কি পছন্দ করে। এর উত্তর কি হবে তা তো বুজতেই পারছেন। এখন কথ হল এই তিন ধরনের প্রশ্ন যুদ উংলিশে করা হয় তা হলে কিভাবে করতে হয় এবং পাথক্য কি? খুবই সামান্য পাথক্য যদি বুজতে ভুল হয় তবে অথ পালাটাইয় যাবে।নিচের এই ভিডিওটি পুরোটা দেখলে ্িাশাকরি পরিস্কার বুজতে পারবেন এবং জাতীয় জীবনে ব্যবহার করত পারবেন।ভিডিও টির লিংকঃ

টিউনটির ভুল ত্রটি ক্ষমা সুন্দর দুষ্টিতে দেখবেন। ভালো লাগলে জানাবেন আর না লাগলেও জানাবেন। ভালো থাকুন আর প্রতিদিন একটা মানুষকে হলে ও ভালো কাজে উৎসাহিত করুন
Previews tune: https://www.techtunes.io/edutunes/tune-id/478883

Level 0

আমি ফয়সাল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস