আমারা কথা তো বলতে পারি ইংলিশ এ ও পারি। আজ আমরা জানবো কিভাবে ব্রিটেনের মানুষেরা এবং কি ধরনের কথা বলতে অভ্যস্ত। প্রশ্ন হতে পারে ব্রিটেন কেন? উত্তর হল: ব্রিটিশ হল ইংলিশের রাজা (কিং) সুতরাং আমাদের জানতে হবে ব্রিটেনের ইংলিশ এর আদশ কেমন। আরেকটা কথা না বললেই নয় উনারা নিজেদের সভ্য/ভদ্র জাতি বলে দাবী করেন। তাদের দাবীটা অবশ্যই যুক্তিযুক্ত তোদের কথার ভিতর অনেক সুন্দর মাধুযতা রয়েছে রযেছে ভদ্রতা। আমার কাছে তো মনে হয় জামতলার মিষ্টর মত। যদি আপনি বুজতে পারেন। যাহোক এখন আমরা কাজের কথায় আসি তারা যখন প্রথম কারো সাথে কথা বলে মানে পরিচিত না হলে তারা কিভাবে কথা শুরু করে বা করতে হয় সেটাতো আপনারা জানেন কিন্তু আমি যেটা লতে চেষ্টা করছি সেটা হল কোন কোন বিষয়ের উপর তারা কথা বলা বা প্রশ্ন করাকে ঠিকঠাক মনে করে থাকে এবং কোন কোন কথাকে ঠিকঠাক মনে করে না বরং খ্যাত ভদ্রতা মনে করে থাকে। তারা ব্যক্তিগত কোন কথা বা প্রশ্ন করে না। তারা এটা অভদ্রতা মনে করে। এমন কোন কথা বা প্রশ্ন করে না যার উত্তর দিতে উত্তর দাতার কষ্ট হয়। ধরুন কারো সাথে কেউ কথ বলতে বলতে জানতে পারলো তার বিবহ হয়েছে ৬ বছর এথন তাকে এই প্র্শ্ন করে বসলো আপনার সন্তান কয় জন। চিন্তা করুন তার সন্তান আছে কিনা তা না জেনেই প্রশ্ন করা হল সন্তান কয় জন যদি তার সন্তান না থাকে তবে তার উত্তর দিতে কষ্ট হবে। এ ধরনের প্রশ্ন তারা করেনা বরং তারা জানে এটা ভদ্রতা। তাহলে কি ধরনের কথা দিয়ে তারা কথা বলে থাকে।আর কোন কথাগুলো পোলাইট এবং কোন কথা গুলো নট পোলাইট তা ভালো ভাবে জানার জন্য আমি একটি ভিডিও তৈরী করেছি আসলে এভাবে লিখে সব কিছু ভালোভাবে বুঝানো মুশকিল তাই এই ভিডিও দেখলেই মুটামুটি আন্দাজ করা যাবে বলে মনে হয়|
ভিডিওটির লিংকটি এখানে দেওয়া হলঃ
টিউনটির যাবতীয় ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে ভালো হয়।ভালোলাগলে অবশ্যই লাইক, না লাগলে ডিসলাইক করুন।
আমি ফয়সাল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।