The Curta Mechanical Calculator মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর এক অবিশ্বাস্য কৃতিত্ব। যা প্রকাশ পায় সর্বপ্রথম ১৯৪০ এর দশকে। এর আকার ও আকৃতি একটি সাধারন লবণ দানীর সমান। যান্ত্রিক স্লাইডার এবং ক্যারিয়ারের সিরিজ সঠিকভাবে সেট করা এবং হ্যান্ডেলটি ঘুরানোর মাধ্যমে এটি ক্যালকুলেশন সম্পন্ন করে। আবার প্রাপ্ত ফলাফল একটি লিভার ব্যবহার করে রিসেটও করা যাবে। এটি একটি খুবই আকর্ষনীয় যান্ত্রিক টুল।
যদিও ডিভাইসটি তার কাজের জন্য আশ্চর্যজনক; তবে এর তৈরি হওয়ার ঘটনা আরও অবিশ্বাস্য। Curt Herzstrack যিনি ছিলেন এই ক্যালকুলেটর এর উদ্বাবক, তাকে ১৯৪৩ সালে বাচেনওয়াল্ড কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। আর সেখানে গুজবটি ছড়িয়ে যায় তিনি একটি নতুন ক্যালকুলেটর এর ওপর কাজ করছেন।
তারপর Herzstrack কে এই ক্যালকুলেটর মেশিন বানানোর জন্য আরও অনুপ্রানিত করা হয় কেননা তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেতার আগে এডলফ হিটলারকে উৎসাহিত করার জন্য তার সামনে এই উদ্ভাবনটি উপস্হাপন করতে হত। তবে আশানূরূপ ফল আসেনি।
Herzstrack একটি কার্যকর মডেল বানিয়েছিলো ঠিকই তবে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধেরর পর। তারপর Herzstrack তার নিজের নাম Curta Mechanical Caltulator নামে তার ক্যালকুলেটর এর উৎপাদন করতে থাকে, ১৯৭০ সালে ইলেকট্রনিক ক্যালকুলেটর উদ্ভাবন এর আগ পর্যন্ত।
মার্জিত নকশা এবং যান্ত্রিক প্রতিভা থাকা সত্ত্বেও এটি একটি অপ্রচলিত প্রযুক্তি হিসেবেই রয়ে গিয়েছে শেষ পর্যন্ত। তবে এই মেকানিকাল ক্যালকুলেটর এর অনেক ভক্ত শ্রেনি রয়েছে। এই মেশিনটির প্রতি অসামান্য ভালোবাসা দেখিয়ে, Marcus Wu একটি ৩:১ Curta "Cranker" তৈরি করেন থ্রিডি প্রিন্টিং এর মাধ্যমে। তিনি আগের Curta Calculator এর ডিজাইন অনেক গবেষনা করে নতুন এই মেকানিকাল ক্যালকুলেটরটি তৈরি করেন।
Marcus Wu চিন্তিত ছিলেন এটি আদৌ কাজ করবে কিনা! তিনি স্হির করেন সাধারন একটি মডেল বানানোর জন্য তিনি থ্রিডি প্রিন্টিং এর মাধ্যমে এর পার্টস গুলো বানাবেন। তবে বাস্তবে ড্রয়িং ও থ্রিডি প্রিন্টার এর মাধ্যমে এটি বানানো তুলনামূলকভাবে অনেক বড় একটি উদ্দোগ। সবকিছু যা ডিজাইন করা হয়েছে ৩ডিতে তা একটি প্রিন্টারে পাঠানো হয়; ২৪০ টি পার্টস প্রিন্ট করা হয় ১০০ টি বিভিন্ন অংশের ডিজাইন এর জন্য।
এভাবে তাকে সবকিছু প্রিন্ট করতে প্রায় ১ মাস সময় লাগে। তবে সব যখন সে ফিট করছিলো, তখন পর্যাপ্ত গাইডলাইন না থাকায় সব কমপ্লিট করতে এবং একটি কার্যকর মডেল প্রস্তুত করতে প্রায় ১ বছর লেগে যায়। এইসব প্রক্রিয়ায় মধ্য দিয়ে যাওয়ার পর; যখন সে সম্পূর্ন মডেলটি বুঝতে পারল এবং কার্যপদ্ধতি সম্পর্কে অবগত হল তখন এটি; খোলা বা লাগানো কয়েক ঘন্টার ব্যাপার হয়ে যায় মাত্র।
তারপর তার তৈরি করা মডেলটির এক্সটারনাল পার্টসগুলো আরো মসৃন করার জন্য, একে পেইন্ট ও স্যান্ডিং করা হয়। সবশেষে যে মডেলটি পাওয়া যায়; তারসাথে আগের The Curta Mechanical Calculator এর পার্থক্য বের করা সত্যিই কঠিন হয়ে পরে।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।