“লালসালু উপন্যাস” আপনাকে কষ্ট করে আর পড়তে হবে না। লালসালু উপন্যাস আপনাকে পড়ে শুনাবে।Part 1

প্রিয় টেকটিউনারস,

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই এ রমজান মাসে ভালোই আছেন। লালসালু সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত একটি উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালে। লালসালু প্রধম প্রকাশিত হয় ১৯৪৮ সালে ঢাকার কমরেড পাবলিশার্স থেকে। ১৯৬০ সালে কথাবিতান প্রকাশনী বের করে লালসালু উপন্যাসের ইংরেজি অনুবাদ করেন অ্যান-মারি-থিবো, জেফ্রি ডিবিয়ান, কায়সার সাঈদ এবং মালিক খৈয়াম।

প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষাথী বুন্ধুরা। তোমাদের কষ্টর কথা চিন্তা করে ডিজিটাল বাংলা অডিও বুক লালসালু উপন্যাস ঔপন্যাসিক পরিচিতি | lalsalu-Syed Waliullah পরিচালিত উপন্যাসটি ভিডিও আকারে করা হয়েছে। সম্পূন বিনামূল্যে ভিডিওটি নিচে দেওয়া আছে ভিডিওটি দেখার পর সকলেই শেয়ার করবে।যাতে তোমার বুন্ধুরা দেখার পায় লেখা পড়ার মধ্যেও কোনো পোকার হিংসা করলে সামনে এগিয়ে যাওয়া অসম্ভব না।

তাই ভিডিওটি দেখার পর লাইক টিউমেন্ট এন্ড শেয়ার করে আমাদের জানাবে আর পরবর্তি পাঠ এর ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় টেকটিউনসের সাথে থাকুন, আর মেতে উঠুন প্রযুক্তির সুরে।

আল্লাহ হাফেজ।

পূর্বে প্রকাশিত এই লিংকে

Level New

আমি নাঈম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় নাঈম মাহমুদ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।