আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো। আর ভালো থাকাটাই সবসময়ের প্রত্যাশা।
অনেকদিন পর রমজানের সুবাদে আপনাদের মাঝে এসে হাজির হলাম। এখন থেকে ইনশাআল্লাহ আসার চেষ্টা করবো।
শান্তির বার্তা নিয়ে মাহে রমজান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছিলো। আস্তে আস্তে আবার চলেও যাচ্ছে। সাথে চলে যাচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের সকল সুযোগ। আমরাকি পেরেছি সুযোগ গুলোকে কাজে লাগাতে। মাহে রমজানের পুরোপুরি না হোক, নূন্যতম হক আদায় করতে কতটুকু পেরেছি?
আমরা সবাই জানি কুরআন নাজিলের মাস মাহে রমজান। এই কোরআনই রমজান মাসকে দামী করেছে। তেমনি এ মাসের হক আদায়ে যারা সচেষ্ট হবে নিসন্দেহে তারাও দামী হবে তাতে কোন ভুল নেই। রমজান মাসে সেহরী, ইফতার, তারাবীহসহ সকল সময়ে আল্লাহর রহমত ও অনাবিল প্রশান্তি বিরাজ করে। এ মাসে একটি ফরজ নামাজ ৭০টি ফরজ নামাজের সমান। আর ১টি নফল ১টি ফরজ নামাজের সমান। পাশাপাশি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রেও রয়েছে অভাবনীয় সুযোগ। এক অক্ষরেই পাওয়া যাবে ৭০০ নেকী। কেউ যদি নিজে না পড়ে অন্যের তেলাওয়াত শুনে তাতেও রয়েছি দ্বিগুণ সওয়াব। দান খয়রাতেও রয়েছে এমন সওয়াব। পূর্ববর্তী কোন উম্মতের জন্য অল্প সময়ে নেকী অর্জনের এত বড় সুযোগ ছিলো না। কাজেই সুযোগ কাজে লাগানো উচিত। আর মাত্র অল্প কদিন। তারপর আর এ সুবর্ণ সুযোগটি থাকছে না।
এছাড়াও আরো অভাবনীয় সুযোগ সম্পর্কে জানতে আমার গতবছরের টিউনটি দেখতে পারেন।
এ টিউনে আমি কোরআন খতমের জন্য কয়েকটি বিশ্ববিখ্যাত ওয়েবসাইটের লিংক দিয়েছিলাম। আজ আরো একটি সহজ উপায় জানাবো কোরআন খতম করার বিষয়ে। রমজানে এ সুযোগটি কাজে লাগাতে পারলে আপনার সাফল্য নিশ্চিত। আর তা না হলে এ মাসের হক আদায় করা সম্ভব হবে না। আপনি সম্পূর্ণ না পারেন চেষ্টা করেন সেটাই কালের স্বাক্ষী হয়ে থাকবে আল্লাহর কাছে। নয়তো এ মাসেইতো রাসূল (সা) বলেছেন, যে রমজান পেলো কিন্তু গুনাহ মাফ করতে পারলো না সে ধ্বংস হোক।
এক নজরে দেখে আসুন কোরআন খতম করার ব্যতিক্রমী সহজ উপায়টি
আসুন, রমজানের পুরোপুরি হক আদায়ের চেষ্টা করি। ১১ মাস ভালো থাকার দৃঢ় প্রত্যয় তৈরী হোক এ ১ মাসের সিয়াম সাধনায়। আল্লাহ আমাদের কবুল করুক।
আমীন।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd