ইংরাজি বলতে সমস্যা?
ইংরাজিকে কঠিন না ভেবে সহজ করে ভাবতে শিখুন, কারন এটি বাংলার মতই একটি ভাষা। আপনি যেভাবে বাংলা ভাষাটি শিখেছেন ঠিক সেই ভাবেই এই ভাষাটিও শিখে যাবেন। কিন্তু তার জন্য আপনাকে ধৈয্য ধরতে হবে। নিয়মিত এই ভাষাটিকে নিয়ে আলোচনা করতে হবে। আপনি যদি আমার ভিডিও গুলি ফলো করে থাকেন তাহলে আপনি জানবেন আমি বহুবার বলেছি কিভাবে খুব সহজে এই ভাষাটি শিখতে পারবেন। ইংরাজি বলাটা কোন সমস্যা নয় আপনাকে শুধু মন দিয়ে শিখতে হবে। আজকের দিনে ইংরাজি ভাষাটির গুরুত্ব অনেক। বহু দেশ এই ভাষাটিকে use করে যোগাযোগের মাধ্যম হিসাবে। তাই আপনার কেরিয়ার তৈরি করতে হলে আপনাকে এই ভাষাটিকে শিখতেই হবে। আমার দেওয়া ভিডিও গুলি দেখুন আর খুব সহজেই ইংরাজি শিখুন।
আজ আমরা শিখব কিভাবে কাউকে আদেশ বা নির্দেশ করতে হয়। কথার মধ্যে দিয়ে নানান কিছু প্রকাশ পায়, যেমন কাউকে আমরা প্রশ্ন করি বা জিজ্ঞাসা করি। কথা বলতে গেলে কখনো আমাদেরকে প্রশ্ন করতে হয় বা জিজ্ঞাসা করতে হয়। আবার কখনো আমরা অনুরোধ করি। যেমন আমাকে দয়া করে এক গ্লাস জল দেবেন- Please give me a glass of water. ঠিক তেমনি আবার আমরা কাউকে আদেশ বা নির্দেশ করি কিছু করার জন্য। যেমন অফিসে বসেরা আমাদেরকে নির্দেশ করেন কিছ করার জন্য, আবার স্কুলে শিক্ষক মশাইরা আমাদেরকে আদেশ করতেন পড়া করে নিয়ে আসার জন্য। চলুন শিখে নিই সেরকম কিছু আদেশ মুলক বা নির্দেশ মুলক বাক্য।
আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.