এবার আপনিও পারবেন ইংরাজি বলতে। ইংরাজি বলতে শিখুন বাংলাতেই। ইংরেজি শেখার সহজ উপায় – ২৫টি প্রয়োজনীয় সমষ্টিগত শব্দ

আজ আমরা শিখব ২৫টি প্রয়োজনীয় সমষ্টিগত শব্দ, যাকে এক কথায় বলা যেতে পারে Collective Phrases বা Collective Noun.

Noun কাকে বলে আমরা জানি। যে শব্দ বা word দ্বারা কোন কিছুর নাম বোঝায় তাকে Noun বলে। উদাহারন হিসাবে বলা যেতে পারে- যেমন- Ball, Pen, Ram, Rahim, Dog ইত্যাদি।

Noun কে আবার ৫ ভাগে ভাগ করা হয়।

Proper Noun-              নাম বাচক বিশেষ্য

Common Noun-          জাতি বাচক বিশেষ্য

Collective Noun-         সমষ্টি বাচক বিশেষ্য

Material Noun-            বস্তু বাচক বিশেষ্য

Abstract Noun-           গুন বাচক বিশেষ্য

যাই হোক আজকে আমার বিষয় Collective Phrases বা Collective Noun. যে Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে। উদাহারন হিসাবে বলা যেতে পারে-

চলুন দেখে নিই Collective Phrases গুলি।

ধরুন আপনার কাছে অনেক গুলো চাবি আছে, সেটাকে many keys না বলে বলতে পারেন- A bunch of keys, এই রকম অনেক উদাহারন আছে আমি তাদের মধ্যে থেকে ২৫ টি খুব গুরুত্বপুর্ন Collective Phrases নিয়ে বলব যা সঠিক ইংরাজি বলতে গেলে এটা আমাদের খুব কাজে আসে।

এর আগের দিন আমরা শিখেছি কিছু Exclamations in English! ইংরাজিতে কথা বলতে গেলে exclamation এর ব্যবহার খুব ভালো ভাবে জানা উচিত। কারন অনেক কম কথা বলে অনেক কিছু খুব ভালো ভাবে প্রকাশ করা যায় এর দ্বারা। কোন আবেগ প্রকাশ করতে একটি বিস্ময়কর বাক্য ব্যবহার করা হয়। এর দ্বারা ভয়, রাগ, উদ্বেগ, শ্রদ্ধা, উত্তেজনা ইত্যাদি প্রকাশ হতে পারে। তাই ইংরাজি ভাষায় এর গুরুত্ব অনেক। এই বাক্যগুলি খুবই সহজ আর শ্রুতিমধুর হয়।

যদি এই lesson টি আপনি miss করে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নিতে পারেন।

 

Level 0

আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস