প্রতিটা দেশের আচার ব্যবহার আদব কায়দা আলাদা আলাদা। সেই দেশের ভাষা থেকেও বোঝা যায় তারা কতটা বিনয়ী। ইংরাজি একটি আন্তর্জাতিক ভাষা। যোগাযোগের মাধ্যম হিসাবে বহু দেশ এই ভাষাটিকে ব্যবহার করে থাকে। এই ভাষাটি যথেষ্ট সমৃদ্ধ। তাই এই ভাষাটিকে ভাল ভাবে শিখতে হলে আপনাকে জানতে হবে তাদের আদব কায়দা। চলুন শিখে নিই কিছু শিষ্টাচার সম্বন্ধীয় শব্দ ও তার ব্যবহার। ইংরাজি বলতে শিখুন খুব সহজে! ইংরাজি বলার সময় কখন এবং কিভাবে এই শব্দগুলো ব্যবহার করবেন?
কি কি শিখবেন এখান থেকে তার কিছু উদাহরন- ভিডিওটি অবশ্যই দেখুন আশা করি কাজে আসবে বিশেষ করে যারা নতুন ইংরাজি শিখছেন।
After you
ধরুন আপনি কারো সাথে কোথাও যাচ্ছেন, অপর ব্যক্তি আপনাকে বলল যে- আপনি আগে চলুন, কিন্তু আপনি বললেন যে – না না আপনি আগে চলুন। তখন তাকে বলুন – after you. বা রাস্তায় কাউকে পথ ছেড়ে দিয়ে বলতে পারেন- after you.
Allow me
আপনি যদি কাউকে কোন রকম সাহায্য করতে চান, যেমন কোন মহিলার বাচ্ছাকে কোলে নেওয়া, কিংবা কারো ভারি ব্যাগ তুলতে সাহাজ্য করতে আপনি বলতে পারেন- allow me.. আমি কি এটা করতে পারি? এটা এক ধরনের ভদ্রভাবে অনুমতি নেওয়া।
Allow me to introduce myself.
Please allow me to go.
With great pleasure
আপানকে কেউ কিছু জিনিস চাইল আর আপনি দিতেও রাজি হয়ে গেলেন। বাংলায় আপনি বলতেই পারেন – আচ্ছা নিন। কিন্তু যদি বাংলার মত ইংরাজিতে বলেন – Take it. সেটা ভালো দেখায় না। তার চেয়ে বলুন- With great pleasure.
আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.