আপনি কি ইংরাজিতে অনর্গল কথা বলতে চান? কিন্তু পারেন না। ইংরাজি শিখুন বাংলাতেই- ইংরাজি শেখার সহজ উপায়।

আজকের দিনে ইংরাজি জানাটা খুবই জরুরী। ইংরাজি না জানলে আপনাকে পিছিয়ে পড়তে হবে। কিছু করে খেতে গেলে আপনার ইংরাজি শেখাটা প্রয়োজন। অনেকে মনে করেন এটা খুব কঠিন ভাষা তাই ভয়ে অনেকে শেখেন না। আবার অনেকে শুরু করেন শেখার জন্য কিন্তু শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারেন না। মাঝপথে ছেড়ে দেন।

ইংরাজির প্রতি ভিতি তৈরি শুরু হয় সেই স্কুল লেভেল থেকে। গ্রামারের জটিল নিয়ম শিখতে শিখতে স্কুল শেষ হয়ে যায় কিন্তু ইংরাজি আর শেখার শেষ হয় না। তবে কিছু জন এটা শিখে ফেলেন খুব সহজেই। আমি বলব কিভাবে আপনি সহজেই ইংরাজি ভাষাটি শিখতে পারেন। তাই আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও দিতে যাতে আপনারা সহজেই ইংরাজি ভাষাটি শিখতে পারেন।

সব সময় মনে করবেন এটা কঠিন নয় আমাদের বাংলা ভাষার মত একটা ভাষা। তাই যেভাবে বাংলা ভাষা শিখেছেন ঠিক সেভাবেই এটাকে শিখতে হবে। মনে করুন যখন বাংলা ভাষা শিখেছিলেন তখন কি আপনি আগে গ্রামার শিখেছিলেন? না – আপনি একটি একটি করে শব্দ শিখেছিলেন। তারপর সেই শব্দ গুলো জুড়ে জুড়ে একটা বাক্য তৈরি করেছেন। আপনি নিজেও জানেন না কখন বাংলা গ্রামারটা শিখে গেছেন।

আপনি যখন কথা বলেন তখন কিন্তু আপনি বাংলা গ্রামার মেনেই কথা বলেন- কিন্তু আপনি বাংলা গ্রামার জানেন না বা বই পড়ে শিখতে হয়নি, আপনার অজান্তেই এটা চলে এসেছে। একটা উদাহারন দিই- ধরুন যে ছেলেটা কোন দিন স্কুলে যায়নি একবার ভাবুন সে কিভাবে বাংলায় কথা বলে যায়? সেও কিন্তু আপনার মতই বাংলা বলে যায়- সে তার ইচ্ছা প্রকাশ করে আপনার মত করেই।

একবার ভাবুন যে ছেলেটা আমেরিকায় জন্মেছে কিন্তু সে কোন কারনে স্কুলে যেতে পারেনি- সেও কিন্তু ইংরাজি বলে। তাই আমার মতে ভাষাটা যদি শেখার ইচ্ছে থাকে তাহলে শব্দ ভাণ্ডার বাড়ান আর ছোটো ছোটো বাক্য বলতে শিখুন সুযোগ পেলেই। আমরা অনেকেই লজ্বা পাই কিংবা ভয় পাই তাই ইংরাজিটা বলতে পারি না। মন থেকে ভয় লজ্জ্বা দূর করুন আর ইংরাজি বলতে শুরু করুন। একদিন আপনি আপনার লক্ষে ঠিক পৌঁছে যাবেন। গ্রামার নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। ওটা অজান্তেই একদিন শিখে যাবেন।

আজ আমি কিছু নতুন বাক্য দিলাম পড়াশুনা বিষয়ে। যেমন আমরা অনেকেই জিজ্ঞাসা করি – তুই কোন কুলে পড়িস? তোর পরীক্ষা কবে থেকে আরম্ভ হবে? তোমার পড়াশুনা কেমন চলছে? আমি এই বছর  বিএ পাস করব। আমি সম্পুর্ন পাঠক্রম পড়ে নিয়েছি। এই রকম কিছু বাক্য দিলাম যা আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করি। আশা করি উপকারে আসবে। ভিডিওটি বার বার দেখুন আর ইংরাজি শিখতে শুরু করুন।

Level 0

আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস