আমাদের প্রথম ৩০ বছর বয়সের জীবনে ছবি image জিনিসটার কত রকম প্রভাব! সঠিকভাবে চিন্তা এবং পদক্ষেপে কি পাবো আর না হলে কি হারাবো বিস্তারিত বর্ননা সহ ভিডিও

আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে ভালই আছেন, আমিও ভালো আছি। তো 'ছবি' নাম টার অক্ষর মাত্র দুই ধরনের হলেও আমরা কখনই গভীরভাবে ভাবি না যে এটা আমাদের লাইফে কিভাবে ক্ষতি করে আবার কিভাবে সফলতাও বয়ে আনে! একটু ভাবুন আমরা যে কোন জিনিস দেখতে খুবই পছন্দ করি তবে পড়তে কিন্তু মোটেও পছন্দ করি না।

কারন কিছু পড়তে গেলে আমাদেরকে সেই টেক্সট গুলা কল্পনায় ছবির মাধ্যমে ভাবতে হয়, তারপরে আত্মস্থ করতে হয়, জাতি হিসেবে আমরা অলস কিনা! আমাদের ক্যারিয়ায়ে যত বই আছে সেগুলা তে কিন্তু কোন পিকচার তেমন নাই, থাকলেও খুবই কম। তাই আমরা যারা আলসেমি করে পড়ি না, টেক্সট গুলা কে মনের দেয়ালে ছবিতে কনভার্ট করার কোন চেষ্টাই করি না তাদের কাছে বিষয় গুলা কঠিন লাগে। কমন উদাহরন, যাদের ম্যাথ ভালো লাগে তাদের ৯০% এর ই বায়োলজি ভাল লাগে না।

অথচ খেয়াল করে দেখুন, এই ইন্টারনেট এর যুগে আমরা সারাদিনি মোবাইল ল্যাপটপ এ পড়ে থাকি, পুরা টাইম এর ৮০% টাইম যায় অন্যের পিকচার দেখতে দেখতে, আর পিকচার দেখতে তো খুব বেশি টাইম লাগে না, মাত্র ৭-৮ সেকেন্ড দিলেই কিন্তু বুঝা যায় কি হচ্ছে অথবা কি বুঝাচ্ছে! বাকি ২০% টাইম যায় অন্যের ভালো দেখে আফসোস করতে করতে। কিছুটা বুঝতেই পেরেছেন যে এই ছবি জিনিসটা কে ভালোভাবে লাইফ এ নেয়া যায় আবার খারাপ ভাবেও নেয়া যায়।

আমরা শুধু অন্য সেলেব্রিটিদের সাথে ছবি তোলায় ব্যস্ত থাকি যখনি তাদের কাএ যদি হাতের নাগালে পাওয়া যায়। কিন্তু একটা জিনিস ভেবে দেখেন তো, সোলায়মান সুখন স্যার যখন আমাদের মতন ছাত্র বয়সে ছিলেন, তখন তিনি এত ছবি তুলেছেন কিনা বা ইন্টারনেট এ এত সময় দিছেন কিনা! তিনি তার টাইম টা তে ক্যারিয়ারে পিকচার মনের কল্পনায় একে বুঝার চেষ্টা করেছেন তার বই গুলা, তাই তিনি আজকে সফল!

আইবিএ থেকে পাস করেছেন, অথচ আমরা ছবি তোলায় ব্যস্ত থাকি নিজেদের ভ্যালু বাড়াই না, নিজেদের  ক্যারিয়ায়ে টাইম দেই না আর আফসোস করি শুধু। এ সকল কিছুর সমাধান আছে নিচের ভিডিও তে, বিশ্বাস করে একবার দেখেনি, হয়ত আপনার চোখ খুলে যাবে আর দেখে ভাববেন যে "সত্যি এভাবে কখনো তো খেয়াল করা হলো না। "

লাস্ট একটা কথা, সুখন স্যার কিন্তু আমাদের মতন ছাত্রদের বয়সে রাস্তায় রাস্তায় বলেন নাই "আশাকরি বুঝতে পেরেছেন।

পিকচারের ভূমিকা একজন মানুষের জীবনে কতটা! দেখুন ভালো করে। আর ভিডিও দেখে আপনাদের চোখের পর্দা আশা করি সরিয়ে ফেলবেন আর নিজেদের ক্যারিয়ারে টাইম দিবেন, সময় দিবেন, দেখবেন অটো আপনাদের সাথে মানুষ সেলফি তুলতে আসবে, আপনার কাউকে ডাকতে হবে না। আপনাদের পিকচারের ক্যারিয়ার না উজ্জ্বল করে, ক্যারিয়ারের পিকচার উজ্জ্বল করেন।

ভালো থাকবেন সবাই।

Level 0

আমি নাসিম আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am Nasim Akash from Jessore Univeristy of Science and Technology, CSE student. I am content writer, a good speecher.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভিডিও তে আরো সুন্দর ভাবে বলার চেষ্টা করেছি, সময় হলে ভিডিও টা দেখবেন, ধন্যবাদ আপনাকে । 🙂