আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন?
আজকে হয়ত সবার জন্য নয়, বরং যাদের এই এপ্রিল ২০১৭ তে জীবনের অন্যতম গুরুত্তপুর্ন অধ্যায় এইচএসসি পরীক্ষা, তাদের জন্যে কিছু বলতে এসেছি।
এক সময় আমিও এইচএসসি দিয়েছি, আমিও পার করেছি এই সময়। আমি জানি যে এই সময়ে একজন মাঝারি ধরনের ছাত্র আর মাঝারি ধরনের ফাকিবাজি করে আসা ছাত্রছাত্রীদের কি লেভেলের মানসিক চাপ আর সব খারাপ কিছুর মধ্য দিয়ে যাইতে হয়।
ভাবে, ফেইল করবে! খুব হতাশায় পরের বছর এক্সাম দেয়ার সিদ্ধান্ত নেয়। আবার অনেকে প্রশ্ন ফাসের আশায় নানা ধরনের বাজে চিন্তায় লিপ্ত হয়!!
এইচএসসি এর বদলে হুদাই এডমিশন এক্সাম এ কই কি হবে না হবে, আবার প্রিয়তম কিংবা প্রিয়তমা চান্স পাবে নাকি পাবে না এই নিয়ে নানা ধরনের অনর্থক টেনশন করে এই মুল্যবান সময়ে। এইচএসসি ২০১৭ তে হার্ড লেভেলের বিষয় গুলাতে ভালই ছুটি আছে, সুধু দরকার সাহস আর পারফেক্ট চেষ্টা।
তাই আমি নিচের মুল্যবান ভিডিও সাজেস্ট করছি আপনাদের জন্য। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিও দেখলে এইচএসসি রা পথ পাবেই, সাহস পাবেই।
যাদের কোন সিনিওর বড় ভাই-বোন নাই, তাদের কে এই সিনিওর ভাই এর ভিডিও দেখেই পথে এসে নতুন উদ্যমে সব শুরু করতে বলা হলো। আপনাদের ভালো লাগবেই। এই সময়ে কি চলে আর এই থেকে পরিত্রানের উপায় সবই বলা আছে এই ভিডিও তে, নিচে ক্লিক করলেই দেখতে পারবেন।
এইচএসসি দের জন্যে কিছু মুল্যবান বক্তব্য
যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আজকের মতন আসি, আবারো সামনে কোন কাজের জিনিসই নিয়ে হাজির হব। ভালো থাকবেন।
আমি নাসিম আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am Nasim Akash from Jessore Univeristy of Science and Technology, CSE student. I am content writer, a good speecher.
sundor video