আজকের দিনে ইংরাজিতে কথা কে না বলতে চায়? চেষ্টা তো সবাই শুরু করে সেই ছোটবেলা থেকে মানে স্কুল জীবন থেকে। কিন্তু সফল হয় কয়জন? হাতে গোনা কয়েকজনকে ইংরাজিতে কথা বলতে দেখা যায়। এই ব্যার্থতার কারন আপনি কি বলতে পারবেন? আমার কতকগুলো কারন মনে হয়-
প্রথমত, এটি একটি বেদেশি ভাষা, আর এটাকে আমাদের সামনে উপস্থাপনা করা হয় বেশ জটিল ভাবে। স্কুলের শিক্ষক থেকে প্রতিবেশী বা বন্ধুরা সবাই ভয় দেখাতে শুরু করে, অনেকেই বলেন ইংরাজি খুব কঠিন ভাষা। যার ফলে আমাদের মনে একটা ভীতির সৃষ্টি হয়, তাই অনেকেই পিছিয়ে পড়েন। তারা ভেবেই নেয় যে এটি তাদের দ্বারা হবে না। তাই পরীক্ষায় কিভাবে পাশ করবে সেটা ভাবতেই শুরু করেন। স্কুল টিচার বা গৃহ শিক্ষক সবাই সাজেশান তৈরি করতে বসে যান কিভাবে তারা কোন রকমে উতরে যাবে তাই নিয়ে। পরীক্ষায় তো পাশ করে যান – কিন্তু এটা ভুলে যান সামনে আছে আরও বড় পরীক্ষা- জীবনের পরীক্ষা! সেখানে কে আপনাকে পাশ করাবে? জীবনের পরিক্ষায় সফল হতে না পারলে দোষ দিই মা বাবাকে না হলে সমাজ ব্যবস্থাকে কিংবা দেশের সরকারকে। কেউ যদি আপনাকে বলে দিত যে এই ভাষাটা খুব সহজ আর এটাকে আপনাকে শিখতে হবে ঠিক ছোট বেলায় যেভাবে বাংলা শিখেছেন সেই ভাবে ধিরে ধিরে, তাহলে বোধহয় আপনি এই ভাষাটি শিখে যেতে পারতেন।
দ্বিতীয়ত, যেটা আমার মনে হয়- স্কুল লেভেল থেকে শুধু গ্রামার নিয়ে সবাই মেতে উঠি, Tense শিখতে হবে, Voice জানতে হবে, Parts of speech ইত্যাদি ইত্যাদি। ব্যাস আপনার ভালো মাথা নষ্ট হতে শুরু করল। গ্রামারের জটিল নিয়মের বাঁধনে আপনি জড়িয়ে পরলেন। যারা বুদ্ধিমান আমি তাদের কথা বলছি না। আমি কমন নিয়ে কথা বলছি। আমি বলছি না যে গ্রামারের দরকার নেই। অবশ্যই আছে। কিন্ত সেটা অন্য ভাবেও শেখা যায়। যেমন আমি ভাত খাই- এই বাক্যটি যদি আপনাকে ইংরাজিতে বলতে বলা হয় আপনি খুব সহজেই পারবেন। I eat rice. এই রকম ছোট ছোট সহজ বাক্য গুলো যদি প্রতিদিন আপনি ১০ টি করে শিখতে শুরু করেন তাহলে ৩৬৫ দিনে আপনি ৩৬৫০ টি বাক্য শিখে যাবেন। তাহলে ৫ বছরে কত হবে? সেটা না হয় আর আমি বললাম না। প্রথম বছরেই যা আপনি শিখবেন তাতেই অর্ধেক ইংরাজি কথা শিখে যাবেন। কিন্তু সেটা আমরা করি না।
আমি আর একটা জিনিস দেখেছি স্কুল লেভেলে- ইংলিশ টিচার এলেন আর আদেশ করলেন ইংরাজি রিডিং পড়তে- সবাই তাই শুরু করল, সেই বাক্যের কি যা মাথা আর কিবা মুণ্ডু না বুঝেই গড় গড় পড়ে চলল। এতে কি শিক্ষা হবে? কিছুই হবে না। তার চেয়ে বরং ১০ ছোট বাক্য মুখস্থ করিয়ে যদি সবাইকে বলতে বলা হয় তাতে বরং বেশি লাভ দেবে। স্কুল লেভেলে translations দেওয়া হত। সবাই কি করত খাতায় লিখত না হলে বোর্ডে লিখতে বলা হত আর কেউ না পারলে বেত না হলে উটবোস কপালে জুটত। এতে দুটো ক্ষতি হয়- খাতায় লেখার ফলে বলার অভ্যাসটা চলে যেত। তাই হয়ত অনেকে ইংরাজিটা জানেন কিন্তু ভালো করে বলতে পারেন না। আর যাকে মারা হত, সে পরের দিন মুখস্ত করত কিন্তু মনের ভেতর কিছু বুঝত না। কিন্তু তাকে যদি না মেরে বুঝিয়ে একটা বাক্য শেখানো হত আজ তাহলে সে এই ভাষাটা শিখে যেত।
যাই হোক চলুন আবার নতুন করে শিখতে শুরু করি নিজেদের কত করে। আজ আমরা বড় হয়েছি। বুঝতে শিখেছি আজকে ইংরাজির চাহিদা কত। তাই সময় দিয়ে শিখতে শুরু করুন। আমি যে problem গুলো face করেছি ইংরাজি শিখতে গিয়ে তা আমি টিউনের মাধ্যমে বলার চেষ্টা করি। আপনার কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন তা solve করার চেষ্টা করি। আর কত সহজে ইংরাজি শিখতে পারবেন বা কিভাবে ইংরাজিতে কথা বলতে পারবেন খুব সহজেই সেটাই শেখানোর চেষ্টা করি। আমি আমার চ্যানেল এ নিয়মিত ভিডিও আপলোড করি। চেষ্টা করি কিভাবে খুব সহজে ইংরাজি শুধু শেখা নয় বলতেও পারেন তার চেষ্টা করি। আর যদি আমার সাথে ইংরাজি শিখতে হয় তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ভালো থাকুন আর ইংরাজি শিখতে থাকুন।
আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.
sundro video