আজকের দিনে ইংরাজি ছাড়া কিছু করা প্রায় অসম্ভব। আপনার কেরিয়ার আরও সুন্দর করতে আপনাকে ইংরাজি শিখতেই হবে। আপনি যত ভালো ইংরাজি বলতে পারবেন আপনি ততটাই লাইফে এগিয়ে যেতে পারবেন। আজকের দিনে ইংরাজি জানাটা খুবই দরকারি। এর আগেও আমি কিছু টিউটোরিয়াল দিয়েছিলাম ইংরাজি নিয়ে।
সেখানে আমি বলেছিলাম কিভাবে খুব সহজে আমরা এই ভাষাটিকে বলতে পারি বা আমাদের ইংরাজি উচ্চারণ ঠিক করতে পারি সেই বিষয় নিয়ে। আমি নিয়মিত টিউন করি ইংরাজি নিয়ে। তাই ইংরাজি শেখার ইচ্ছে থাকলে আমার চ্যানেলটি Subscribe করে রাখুন- আর ইংরাজি বিষয়ে নানা টিপস পান।
ইংরাজি বলতে গেলে আমাদের সব থেকে বড় সমস্যা হল vocabulary বা শব্দভাণ্ডার। যেহেতু এটি বিদেশী ভাষা তাই আমাদের কথা বলতে গেলে vocabulary সমস্যায় পড়ি, মানে কথা বলতে শব্দ খুঁজে পাই না, তখন ভাবতে শুরু করি আর ভালো ইংরাজি বলা হয়ে ওঠে না।
তাই আজ থেকে শুরু করুন vocabulary বাড়াতে। vocabulary ছাড়া ইংরাজিতে কথা বলতে পারা খুবই অসম্ভব। বলতে পারবেন কিন্তু সেটা ঠিক ঠাক হবে না। তাই আমার আজকের ভিডিও টি হল ইংরাজি vocabulary নিয়ে। আজকে আমরা শিখব Pronoun সম্পর্কে।
আমি কিছু Pronoun এর উদাহারন দেব বাংলা অর্থ সহ। যারা নতুন ইংরাজি শিখছেন তাদের এই ভিডিওটি খুব কাজে আসবে।
আমি সব সময় চেষ্টা করি কিভাবে খুব সহজে এই ইংরাজি ভাষাটিকে আয়ত্ব করা যায়। অনেকেই বলেন ইংরাজি শিখতে গেলে দরকার আগে গ্রামার। তাই মানুষ গ্রামার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে লাইফ টাইম। যেখানে সে গ্রামারটা শিখে ফেলে ঠিক কথা কিন্তু ভালো ইংরাজিতে কথা বলতে পারেন না। এরকম বহু উদাহারন আছে।
আমার অনেক বন্ধু আছে যারা ইংলিশ অনার্শ পাশ করে ফেলেছে, যদি কোন বিষয়ে তাদেরকে লিখতে বলা হয় without any grammatical mistake তারা লিখে যেতে পারে কিন্তু যদি তাদেরকে বলা হয় কোন বিষয়ে বলতে – তাদের মধ্যে জড়তা চলে আসে। এই সমস্যা শুধু আমার বন্ধুদের মধ্যে নয়, অনেকেরই আছে।
তাই আমি সব সময় বলি আগে ইংরাজি শব্দ গুলো জানতে শিখুন, ধিরে ধিরে বলতে শুরু করুন। যখনই সময় পাবেন ইংরাজি বলার চেষ্টা করুন। গ্রামারের জটিল নিয়মে না জড়িয়ে ইংরাজি বলতে শুরু করুন। জানি ভুল হবে। তাও বলে যান- এই ভুল বলতে শুরু করলে একদিন আপনার লজ্বা কেটে যাবে, আর একদিন আপনি নিজেই নিজেকে শুধরে নিতে পারবেন।
একবার ভেবে দেখুন আপনি কিভাবে বাংলা ভাষাটিকে শিখেছেন। কেউ কি আপনাকে গ্রামার শিখিয়ে ছিল ছোট বেলায়, না আপনি নিজেই দেখে শুনে শিখেছেন। এই ভাষাটি তাই এই ভাবেই একদিন শিখে যাবেন। কিন্তু আপনাকে সময় রাখতে হবে আর মনের ভেতর থাকবে patience.
আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.