ইংরাজি নিয়ে মেগা টিউন – 1 hour Video+ বাংলা অর্থ সহ 1000 Useful Phrases, সহজে ইংরাজি বলতে শিখুন বাংলাতেই। যারা ইংরাজিতে কথা বলতে পারেন না তাদের জন্য দরকারি টিউন।

আমাদের দেশে ইংরাজি ভাষাটি শেখার জন্য যথেষ্ট পরিকাঠামো এখনো তৈরি হয়নি। বাজারে অনেক বই পাওয়া যায় ইংরাজি শেখার জন্য কিন্তু তা যথেষ্ট নয়। এ থেকে এই সমস্যা গুলো আমরা ফেস করে থাকি – যেমন কিছু কিছু ইংরাজি ওয়ার্ড আছে যাদের উচ্চারণ হয় একটু অন্যরকম। যেমন খুব সহজ একটা উদাহারন দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। Son – এই ওয়ার্ড টি আমরা যখন বই পড়ে শিখি বা স্কুলে শেখানো হয় তখন “সন” উচ্চারণ করা হয়, আসলে কিন্তু এর উচ্চারণ “সান”। এইভাবে আমরা অনেক ভুল উচ্চারণ শিখে থাকি। এটা কিন্তু বইটার দোষ নয়, সমস্য আমাদের শিক্ষা ব্যবস্থায়। কেউ যদি আপানকে শিখিয়ে দেয় তাহলে আপনি খুব সহজেই এই ছোটো ছোটো ভুল গুলো শুধরে নিতে পারতেন আর আপনার ইংরাজি হয়ে যেত শ্রুতি মধুর।

অনেকেই ইংরেজি শেখার জন্য বিজ্ঞাপন দেখে Speaking Course ভর্তি হয়ে যান। যার কাছে টাকা আছে সে তো না হয় ভর্তি হয়ে গেলো। কিন্তু যার নেই- সে কি করবে। ইংরাজি শেখানোর নাম করে বহু প্রতিষ্টান শিক্ষার নামে ব্যবসা করে চলেছেন। এখানে আমি একটা উদাহারন দিই- ৩ মাসের কোর্সের জন্য দিতে হয় ১০০০০ টাকা। ভাবা যায়!!!

আমি মনে করি ইংরাজি শেখার জন্য কোথাও যাওয়ার দরকার নেই। আপনি বাড়িতে বসেই ইংরাজি শিখতে পারেন। তার জন্য আপনাকে যা করতে হবে-

আগেই বলি আমার চ্যানেল আপনাকে কিভাবে হেল্প করতে পারে ইংরাজি শেখার বিষয়ে-

  • এখানে আমি নিয়মিত ইংরাজি সম্পর্কে ভিডিও Upload করি।
  • HD Audio Video Quality – Crystal Clear Sound
  • Male এবং Female Voice – যা আপনাকে সঠিক ইংলিশ Pronunciation শিখতে সাহায্য করবে।
  • বাংলা সাবটাইটেল দেওয়া আছে প্রতিটা ভিডিওতে। যা আপনাকে ইংলিশ শিখতে যথেষ্ট হেল্প করবে।
  • বিভিন্ন বিষয়ে Conversation দেওয়া থাকে। যা আপনার ইংরাজি শেখার জন্য জরুরী।

আজ আমি একটি ১ ঘণ্টার ভিডিও শেয়ার করলাম। এতে Complete 1000+ Phrases বা বাক্য দেওয়া আছে। যারা আমার চ্যানেল দেখছেন এটা তাদের কাছে নতুন লাগবে না কারন এর আগে আমি ১৭ টি ভিডিও দিয়েছিলাম এই বিষয়ে। এতে আছে আমাদের দৈনন্দিন জীবনের কিছু কথা বার্তা- যা ইংলিশে কথা বলতে গেলে খুব কাজে আসে। আমি সেই সমস্ত ভিডিও গুলিকে মার্জ করে ১ টি ভিডিও বানিয়েছি এবং এতে আরও নতুন কিছু যোগ করেছি। এক সাথে Complete Package – ভিডিওটি দেখুন আর ইংরাজি শিখতে থাকুন। আপনাদের কাজে আসলে আমার পরিশ্রম স্বার্থক হবে।

আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই Subscribe করুন। আপনাদের মতামত জানান আমাকে কেমন লাগছে আমার চ্যানেল। শেয়ার করুন লাইক করুন।

যাইহোক ইংরাজি শেখার জন্য কিছু টিপস দিলাম আশা করি কাজে আসবে-

প্রথমত, আপনাকে  সময় বার করতে হবে নিয়মিত। আপনাকে ঠিক করতে হবে কোন সময়টা আপনার জন্য উপযুক্ত। সেটা এক ঘণ্টা বা আধ ঘণ্টাও হতে পারে। কিন্তু আপনাকে এই ভাবে নিয়মিত কম করে ৩ মাস দিয়ে যেতে হবে। প্রথম প্রথম ভালো লাগবে না, কিন্তু আপনি যদি এটা করতে পারেন দেখবেন একদিন আপনি ইংরাজিটা শিখে গেছেন।

দ্বিতীয়ত, ইংরাজি নিউজ চ্যালেল দেখুন- এখান থেকে নতুন নতুন শব্দ যা পাবেন তা লিখে রাখুন কোন খাতায়, অবসর সময়ে সেগুলি বার বার দেখুন আর মনে রাখার চেষ্টা করুন। এতেও আপনার ভোকাবুলারি বাড়বে।

তৃতীয়ত, আপনি যদি ইংলিশ মুভি দেখতে ভালো বাসেন তাহলে যেখানে সাব টাইটেল আছে সেই মুভিগুলো দেখতে থাকুন। মন দিয়ে শোনার চেষ্টা করুন Pronunciation (উচ্চারণ) গুলো। এতে আপনার ইংলিশ উচ্চারণ খুব দ্রুত উন্নতি হবে। পারলে মজার ছলে নকল করার চেষ্টা করুন। এতে আপনার Confidence Level বাড়বে। আর একটা কাজ করতে পারেন- অনেক বাংলা সিনেমা আছে যার ইংলিশ সাবটাইটেল দেওয়া থাকে, সেই মুভি গুলোও দেখতে পারেন। এতেও অনেক কাজ দেবে। যেমন অনেক বাক্য থাকে যা আমরা অনেক সময় ইংরাজি করতে গিয়ে আটকে যাই বুঝে উঠতে পারি না বাক্যটাকে কিভাবে ইংরাজিতে বলব। বাংলা সাবটাইটেল যুক্ত মুভি গুলো এ ব্যাপারে আপনাকে অনেক হেল্প করবে। তাই ইংরাজি শিখতে গেলে এটা আপনাকে খুবই হেল্প করবে।

চতুর্থ, সময় পেলেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ুন। আর কি করবেন আমি বলে দিচ্ছি। ভাববেন না যে আপনি কত স্মার্ট সেটা দেখার জন্য। আপনাকে যা করতে হবে- যে কোন একটা বিষয় ভেবে নিয়ে সেটা সম্পর্কে ইংরাজিতে বলতে শুরু করুন। জানি প্রথম প্রথম কিছু মনে আসবে না, আব একটা দুটো Sentence আসবে। যা আসে তাই বলুন, ভুল হলেও চালিয়ে যান। এতে আপনার আত্মবিস্বাস বাড়বে। এই ভুল হতে হতে একদিন আপনি সফল হবেন। আর আপনি আপনার লক্ষে একদিন ঠিক পৌঁছে যাবেনই।

Level 0

আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস