ইংরাজি শেখার সহজ উপায় ! আপনি কি ইংরাজিতে কথা বলতে পারেন না? তাহলে ইংরাজিতে কথা বলতে শিখুন বাংলাতেই।

ইংরাজি কেন শিখবেন বা কেন শেখা দরকার তা আমি আগের টিউন গুলিতে বার বার বলেছি। এখন আমরা সভ্যতার চরম শিখরে দাঁড়িয়ে আছি। যুগটা সম্পুর্ন বদলে গেছে। আধুনিক উন্নত প্রুযুক্তি সব কিছুকে অনেক সহজতর করে দিয়েছে।

এখন যা কিছু ভালো প্রযুক্তি ব্যবহার করুন না কেন তা তৈরি ইংরাজি দিয়ে। তাই সেই সব জিনিসের আনন্দ নিতে গেলে আপনাকে জানতে হবে ইংরাজি।

ছেড়ে দিন প্রযুক্তি – আজকের দিনে কিছু করে খেতে গেলেও আপনাকে জানতে হবে ইংরাজি। কারন দিন দিন প্রতিযোগিতা বেড়েই চলেছে।

আপনি যদি চুপ করে বসে থাকেন তাহলে অন্যরা আপনাকে পিছনে ফেলে এগিয়ে যাবে। আপনি পড়ে থাকবেন সবার পিছনে। আজকের দিনে কেউ আপনাকে এতটুকু জমি এমনিতে ছেড়ে দেবে না। আপনাকে ছিনিয়ে নিতে হবে আপনার জায়গা। আজ সমাজের সর্বত্রই ইংরাজি দরকার।

আপনি ইংরাজি না জানলে আপনার স্বপ্ন কিছুতেই সফল হবে না। জীবনে কিছু করে দেখানোর ইচ্ছে থাকলে আজ থেকেই শুরু করুন ইংরাজি। ইংরাজি জানলে আপনি খুব সহজে পৃথিবী জয় করতে পারবেন।

আপনাকে আর কোন দিন পিছন ফিরে তাকাতে হবে না। ইংরাজি জানলে পৃথিবীটা আপনার- যেখানে খুশি যান আর কাজ করুন। আপনার কাজের অভাব হবে না।

অনেকেই আছে যারা ভালো ইংরাজি জানে মানে লিখতে পারেন ভালো কিন্তু বলতে পারেন না। আবার অনেকে আছেন যাদের ইংরাজি উচ্চারণ ভালো নয়।

আমার এই টিউটোরিয়াল তাদেরকে অনেক সাহায্য করবে। বিশেষ করে যারা নতুন ইংরাজি শিখতে শুরু করেছেন তাদের জন্য এই টিউটোরিয়াল খুবই কাজে আসবে।

কারন এখানে আমি নিয়মিত আপডেট দিতে থাকি। HD Quality Audio Video যা আপনাকে শুনতে অ দেখতে ভালো লাগবে। দুইটি ভয়েস আছে – মেল এবং ফিমেল।

এখান থেকে আপনি একদম সঠিক Pronunciation শিখতে পারবেন। প্রতিটা বাক্যের বাংলা দেওয়া আছে- যা আপনার বুঝতে বা শিখতে সুবিধা হবে। তাছাড়া আপনি আপনার vocabulary বাড়াতে পারবেন।

Level 0

আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস