আমি আগেই বলেছি কেন ইংরাজি ভাষাটি শেখা দরকার। আমাদের প্রাত্যহিক জীবনে ইংরাজি ভাষাটি খুব দরকার, স্মার্ট ফোন থেকে কম্পিউটার সবকিছুই চলে ইংরাজিতে। এই সব তো ছেড়ে দিন আপনি ভাবছেন যে অনলাইনে কেরিয়ার তৈরি করবেন। কিন্তু আপনি পারবেন না, কারন আপনি ইংরাজি ভাষাটা ভালো জানেন না। সে আপনি যতই ভালো কাজ জেনে থাকেন। ইংরাজি বলতে আর লিখতে না পারলে আপনাকে কেউ কাজ দেবে না। কারন আপনার যে ক্লায়েন্ট সে তো আর বাংলা জানে না, তাই সে ইংরাজিতেই বলবে আর আপনাকেও ইংরাজিতে উত্তর দিতে হবে, না পারলে আপনাকে কেউ কাজ দেবে না। তাই আপনার ইংরাজি শেখা খুব দরকার। ইংরাজি জানলে আপনি পৃথিবীর যে কোন জায়গায় কাজ করে খেতে পারবেন। আর তার চেয়ে বড় হল আপনাকে কোথাও যেতে হবে না, বাড়িতে বসে অনায়াসে কাজ করতে পারবেন অনলাইনে।
ইংরাজিতে ভয় আর নয়! ইংরাজি শেখার সহজ উপায়!
আজ আমি আবার একটা নতুন ভিডিও দিলাম। এটা খুব কাজে আসবে যারা ইংরাজি শিখতে শুরু করেছেন। এই ভিডিওতে আমি কিছু বাক্য বা বাক্যাংশ দিয়েছি যা আমাদের প্রাত্যহিক জীবনে কাজে আসে। এই ভিডিও থেকে আপনি Proper English Pronunciation শিখতে পারবেন। তাছাড়া এতে আমি Practice করার জন্য একটা টেস্ট দিয়েছি যা আপনাদের খুই কাজে আসবে। এই ভিডিওটির মাধ্যমে আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে আপনি কতটা শিখলেন।
আজ তবে এইটুকু থাক আবার দেখা হবে পরের টিউনে। ভালো থাকুন আর ইংরাজি শিখতে থাকুন।
আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.
nice video