ইংরাজি শেখা কেন জরুরী? ইংরাজি শেখার সহজ উপায়! আপনি ইংরাজিতে কাঁচা হলে এই টিউনটি আপনার জন্য। ইংরাজি বলতে শিখুন বাংলাতেই

আজকের দিনে ইংরাজি শেখাটা খুবই জরুরী, ইংরাজি জানলে আপনার কাজের ক্ষেত্রটি বেড়ে যাবে, সারা পৃথিবীটা আপনার কাজের জগত। যেখানে খুশী গিয়ে কাজ করুন। মনে করুন আপনি ফ্রিলান্সার হিসাবে কাজ করতে চান এবং অন লাইনে ইনকাম করতে চান। আপনি খুব ভালো ক্রিয়েটিভ, কাজের মানও খুব ভালো বা আপনি খুব ভালো কাজ জানেন। আপনি ভাবছেন আমাকে কাজটা দিলে ফাটিয়ে দেবো, হয়তো আপনি সত্যি ভালো করবেন কিন্তু আপনি কাজটা পাবেন না, কারন কি জানেন আপনি ইংরাজি ভালো জানেন না। তাই কাজটি পাবেন না। কারন আপনি যখন অনলাইন কাজ করবেন আপনার ক্লায়েন্ট হবে একজন বিদেশী সে চাইবে সে যাকে কাজটা দিচ্ছে তার সাথে কথা বলবে, এবার আপনি বলুন আপনি সে কি আপনার সাথে বাংলায় কথা বলবে নাকি ইংরাজিতে কথা বলবে। অবশ্যই ইংরাজিতে কথা বলবে। আর তখন আপনি যদি হোঁচট খান কথা বলতে গিয়ে তখন সে কি আপনাকে কাজ দেবে? না দেবে না। এই রকম হাজারো উদাহারন আছে যারা অনেক ভালো কাজ জানা সত্বেও কিছু করতে পারছে না। শুধুমাত্র ইংরাজি না জানার ফলে। আপনি ইংরাজি জানলে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। তাই আজ থেকে মন দিয়ে ইংরাজি শিখে যান আর জীবনে কিছু হয়ে দেখান। লজ্বা করলে করলে জীবনে কিছু হবে না। এখনো কিছু দেরি হয়ে যায়নি। আপনি যখন খুশি শুরু করতে পারেন।

আজ আমি আবার কিছু প্রতিদিনের ব্যবহার উপযোগী কিছু বাক্য দিলাম। বার বার ভিডিওটি দেখুন আর শেখার চেষ্টা করুন। এই ভিডিওটিতে বাংলা সাব টাইটেল দেওয়া আছে, আর সঙ্গে আছে দুই জন বিদেশী মেল আর ফিমেল ভয়েস যা আপনাকে সঠিক ইংরাজি উচ্চারণ শিখতে সাহায্য করবে। আপনারই লাভ হবে ব্যাতি ক্ষতি হবে না।

ভালো থাকুন আর ইংরাজি শিখতে থাকুন।

Level 0

আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Carry on!!
Will try my best to obey your advice!

    Level 0

    Thank you very much, I will try my level best.

ইংরেজি শিখাটা আমাদের জন্য খুবই জরুরি। সকল কাজেই ইংরেজি দরকার হয়। আপনার প্রচেস্টার অবশ্যই প্রসংসা করতে হয়। আগামীতে আরো মজার টিউন করবেন আশা করি।

যে কোন বাংলা উপন্যাস, গল্প, ইংরেজি গ্রামার, বাংলা ব্যকরণ, শিক্ষামূলক বই, অনুবাদ বই, বাংলা সাহিত্যের সিরিজ বই পিডিএফ, ইপাব, মুবি আকারে পেতে ভিজিট করুন
http://www.bnebookspdf.com/