আমরা বাংলাদেশের মানুষ শুদ্ধো ইংলিশ এ কথা বলতে পারি না, ঘটনা সত্য। কিভাবে শুদ্ধো ভাবে ইংলিশ এ কথা বলা যায়? এ বিষয়ে কিছু বলার পূর্বে শুদ্ধো ইংলিশ ভাষা বলতে কি বুঝায় এ ব্যাপারে একটু বলা দরকার। যে ইংলিশ ভাষায় আমরা কথা বলি সেটি আসলে শুদ্ধো্ ইংলিশ ভাষা নয়। ইংলিশগন যে ভাষায় কথা বলে সেটিই প্রকৃত ইংলিশ।
আর আমরা ও যদি ইংলিশ ভাষায় কথা বলতে চাই তবে অবশ্যই আমাদেরকে মত বলা শিখতে হবে।কিভাবে তাদের মত করে কথা বলা শিখা যায় সেই বিষয় নিয়েই এই টিউটি। এবার আসুন একটু বলি কেন আমাদের তাদের মত করে কথা বলতে হবে? ধরুন আপনি বাংলাদেশের খুব ভালো একটি প্রতিষ্ঠানে খুব ভালো একটি চাকুরি পেয়েছেন।
যেখানে সবাই শুদ্ধো বাংলা ভাষায় কথা বলে কিন্তু আপনি বলেন আপনার আনঞ্ছলিক ভাষায়। এবার বলুন আপনার অবস্থা কি হতে পারে? এবার ধরুন আপনি আমাদের বাংলাদেশের আনঞ্ছলিক ভাষায় ইংলিশ বলেন এখন আপনার চাকুরি হল লন্ডনে এবার সেখানকার মানুষের কাছে আপনার অবস্থা না হয় আমি নাই বা বললাম। এ রকম অনক অনেক ক্ষে্ত্রে আমাদের স্ট্যানডার্ড ইংলিশ শিখা দরকার। আজ এ ব্যাপারে বেশি কথা বলবো না।
এই ভিডিও টি দেখলে বিষয়টি পরিষ্কার হবেন আশা করি। ভিডিও টি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে ভুল করবেন না।
আজ এ ব্যাপারে বেশি কথা বলবো না। এই ভিডিও টি দেখলে বিষয়টি পরিষ্কার হবেন আশা করি। টিউনসের ভুল ত্রুটি টিউমেন্টস করুন।
আমি ফয়সাল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Simply good tune. Want to see such kind of fantastic tunes in future. Don’t frustrate us…