আপনি কি নতুন ইংরাজি শিখছেন? আপনি কি ইংরাজিতে অনর্গল কথা বলতে চান? ইংরাজি বলতে গেলে যে বাক্য গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। পার্ট ১

আপনি কি সবে ইংরাজি শিখতে শুরু করেছেন? ইংরাজি বলতে ভয় পান? আপনি কি ইংরাজিতে অনর্গল কথা বলতে চান? ইংরাজি লিখতে পারেন কিন্তু বলতে পারেন না। তাহলে আমার সঙ্গে থাকুন।

বর্তমান বিশ্বে ইংরাজি এমন একটা ভাষা যা জানাটা খুবই প্রয়োজনীয়। অনেকেই ভালো ভালো চাকুরী হারায় এই ভাষায় দক্ষতা না থাকার কারনে। অতচ এই ভাষাটা অতটা কঠিন নয়। কিছুদিন অভ্যাস করলে খুব সহজেই এই ভাষাটা আয়ত্ব করা যায়। আমরা যে চেষ্টা যে করিনা তা নয়, সঠিক পথ অবলম্বন না করার জন্য ঠিক ঠাক ভাবে ভাষাটি শেখা হয়ে ওঠে না। ইংরাজি ভাষা শেখার জন্য দরকার সঠিক পথ।

আপনি কেন আমার চ্যানেল দেখবেন বা কিভাবে উপকৃত হবেন এখান থেকে?

অযথা বাংলায় বক বক নয় – আপনাকে ইংরাজি শেখার একটা পরিবেশ প্রদান করবে। যা ইংরাজি শেখার জন্য খুবই দরকারি।

ইংরাজি শব্দের সঠিক উচ্চারণ – যা আপনাকে সঠিক ইংরাজি বলতে সাহায্য করবে।

প্রতিটি ইংরাজি শব্দের বাংলা অর্থ – যা আপনার ইংরাজি শব্দ ভাণ্ডার বাড়াতে সহায়তা করবে। ইংরাজি বাক্য বুঝতে সাহায্য করবে।

English Male এবং Female voice – যা আপনার ইংরাজি শ্রবন ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে।

Full HD Quality Audio and Video - Crystal clear audio যা আপনার ইংরাজি শেখাকে শ্রুতি মধুর করে তুলবে।

বাংলা Subtitle – যা আপনাকে ইংরাজি শিখতে খুব সাহায্য করবে, বিশেষ করে যারা নতুন ইংরাজি শিখছেন।

ইংরাজিতে ভয় আর নয়!

ইংরাজি বলতে গেলে যে বাক্য গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। পার্ট ১

আমার আগের টিউনঃ

ইংরাজি বলতে গেলে আপনাকে অবশ্যই জানতে হবে “Silent Letters”- শব্দে অনুচ্চারিত অক্ষর।

আজকে আমার এই টিউন তাদের জন্য যারা সবে ইংরাজি শিখতে শুরু করেছেন। এখানে আমি ১০০ বাক্য বা বাক্যাংশ দিয়েছি যেগুলো আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করে থাকি। এগুলো যদি আপনি মনে রাখতে পারেন বা ইংরাজি কথা বলার সময় ব্যবহার করতে পারেন। তাহলে জানবেন আপনার ইংরাজিতে উন্নতি শুরু হয়েছে। আর এই বাক্য গুলো খুবই common আর সহজ। আশা করি এগুলো আপনার ইংরাজি শেখাতে এবং বলাতে যথেষ্ট সাহায্য করবে।

 

Level 0

আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস