আপনি কি নতুন ইংরাজি শিখছেন? ইংরাজি ভালো করে বলতে গেলে চাই Vocabulary? দেখুন তো আপনি এই সব শব্দ গুলো জানেন কিনা? আর নিজেকে যাচাই করুন

আপনি যদি নতুন ইংরাজি কথা বলতে শুরু করেন তাহলে এতদিনে আপনার নিশ্চই অভিজ্ঞতা এটা হয়েছে যে- আপনি কথা বলতে বলতে আটকে যান, বা কি বলবেন খুঁজে পান না, বা বাংলাটা আসছে কিন্তু ইংরাজি টা বলতে পারছেন না। তার একটাই কারন হল আপনার ইংরাজি শব্দ ভাণ্ডার সমৃদ্ধ নয়। অনেক শব্দ আপনি জানেন না। তাই আপানকে নিয়মিত ইংরাজি নতুন শব্দ শিখতে হবে আর সময়ে সেগুলো কাজে লাগাতে হবে। আপনি যত বেশি শব্দ জানবেন তত তারতাড়ি একজন ভালো স্পিকার হতে পারবেন।

আমি অনেককেই দেখেছি যারা ডিকশনারি খুলে মুখস্ত করতে শুরু করে, আমি বলি কি আপনি এটা করবেন না, কারন আজ মুখস্ত করলেন আজ মনে থাকবে কিন্তু কাল ভুলে যাবেন। তাই সবচেয়ে ভাল পন্থা হল রোজ কিছু নতুন শব্দ শেখা আর সেগুলো সারাদিনে কোথাও না কোথাও ব্যবহার করার চেষ্টা করা। আর এইটাকে আপনাকে অভ্যাসে পরিণত করতে হবে। ধরুন আপনি পেপার পড়ছেন দেখলেন একটা নতুন শব্দ কিন্তু তার মানে জানেন না। তাহলে কি করবেন? আপনার উচিত সঙ্গে সঙ্গে ডিকশনারি খুলে ওই শব্দটার মানে জেনে নেওয়া আর পারলে শব্দটাকে কোন নোট বুকে লিখে রাখা এবং ওই শব্দ গুলো কোন আবসর সময়ে খুলে দেখা।

যাইহোক আমার আজকের বিষয় যারা একদম নতুন মানে ইংরাজি শিখতে শুরু করেছেন তাদের জন্য কিছু Vocabulary, আগেই বলেছি কেন Vocabulary দরকার। আর আমি Vocabulary টা বিভিন্ন ভাগে ভাগ করেছি যাতে আপনাদের কোন অসুবিধা না হয়। আজকে আমি বিভিন্ন ফলের ইংরাজি নাম আর তার বাংলা কি সেটা শেখাব সঠিক Pronunciation এর সাথে। এটা একদম বেসিক লেভেল থেকে শুরু করলাম যাতে আপনাদের শিখতে সুবিধা হয়। চলুন দেখা যাক ভিডিওটি।
কেন দেখবেন এই ভিডিও?
এতে অযথা বাংলায় বক বক নেই।
প্রতিটা শব্দের বাংলা দেওয়া আছে।
সঠিক Pronunciation (উচ্চারণ) দেওয়া আছে। যা আপনাকে একজন ভালো English Speaker  হতে সাহায্য করবে।

আমার আগের টিউনঃ
ইংরেজী শব্দের উচ্চারণ ও বানান এর এক্সক্লুসিভ সব নিয়ম ও উদাহরণ। ইংরেজী যে কোন বর্ণের বা শব্দের উচ্চারণ ও বানান প্রায়ই কতকগুলো নিয়ম আনুসারে গঠিত হয়। তাই শুদ্ধভাবে ইংরেজি উচ্চারণ ও বানান শিখতে হলে নিচের ভিডিওর প্রতিটি নিয়ম ও এর উদাহরন খুব ভালো ভাবে পড়তে হবে। How to pronounce the alphabet?
ইংরাজি বর্ণ উচ্চারণ রীতি

আজ তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের টিউন নিয়ে। ততক্ষণ এই গুলো অভ্যাস করতে থাকুন।

Level 0

আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস