ইংরেজি শিখবেন কিভাবে? ইংরেজীতে অনর্গল কথা বলার দক্ষতা তৈরির কয়েকটি সহজ উপায় তার মধ্যে একটি হল-
ইংরাজি বর্ণ উচ্চারণ রীতি
আমরা অনেকেই ইংরাজিতে কথা বলতে পারি, আবার কেউ বা পারি না, আবার অনেকে ভয় পাই, যদি বলতে গিয়ে আটকে যাই তাহলে তো ওরা হাসবে। তাই অনেকেই জানলেও ভয়ে বলি না। আবার উচ্চারণ ঠিক হবে কিনা সেই চিন্তায় হাল ছেড়ে দিই। এটা শুধু আপনার সমস্যা নয়, হাজার হাজার মানুষের এই সমস্যা। আসলে আমাদের ভিতটাই তৈরি কাঁচা। ঠিক ভাবে স্কুলে শেখানো হয় না। তাই ইংরাজি শিখতে হলে একদম গোড়া থেকে শুরু করা উচিত। তাই আজ আমরা শিখব কিভাবে ইংরাজি বর্ণ উচ্চারণ করতে হয়?
আর একটা কথা- যদি আপনি আমায় বিশ্বাস করেন তাহলে বলব আপনিও পারবেন একদিন বিদেশিদের মত কথা বলতে। যদি আপনি সঠিক পথে হাঁটেন। এর জন্য দরকার অসীম ধৈর্য আর নিয়মিত অভ্যাস।
ইংরেজী শব্দের উচ্চারণ ও বানান এর এক্সক্লুসিভ সব নিয়ম ও উদাহরণ। ইংরেজী যে কোন বর্ণের বা শব্দের উচ্চারণ ও বানান প্রায়ই কতকগুলো নিয়ম আনুসারে গঠিত হয়। তাই শুদ্ধভাবে ইংরেজি উচ্চারণ ও বানান শিখতে হলে নিচের ভিডিওর প্রতিটি নিয়ম ও এর উদাহরন খুব ভালো ভাবে পড়তে হবে।
How to pronounce the alphabet?
ইংরাজি বর্ণ উচ্চারণ রীতি
আমাদের সবচেয়ে বড় সমস্যা হল যারা গ্রামে থাকি তাদের- কারন আমাদের বন্ধু মহল এমন একটা পরিবেশে থাকে যেখানে প্রায় কেউই ইংরাজিতে কথা বলতে পারে না। আরও যদিও কেউ একটু বলার চেষ্টা করে তাহলে তাকে নানারকম কটূক্তি করে দমিয়ে দেওয়া হয়। আসলে আমাদের কথা বলার পরিবেশ নেই। সব চেয়ে বড় সমস্যা হল এটাই। সমস্যা তো থাকবেই তাও এগিয়ে চলতে হবে লক্ষ্য ভেদ করতে হলে।
আমার আগের টিউনঃ
ইংরাজি বলতে গেলে যে ১০০ টা বাক্য আপনাকে অবশ্যই জানতে হবে।
আজ তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের টিউন নিয়ে। ততক্ষণ এই গুলো অভ্যাস করতে থাকুন।
আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.
thanks