কিভাবে ইংরাজিতে উন্নতি করবেন খুব সহজে? ইংরাজিতে ভয় আর নয়!
আপনি কি ইংরাজিতে ভয় পান?
আপনি কি ইংরাজি শিখতে চান?
আপনি ইংরাজি লিখতে পারেন কিন্তু বলতে পারেন না।
আপনি কি ইংরাজিতে অনর্গল কথা বলতে চান? তাহলে আমার সঙ্গে থাকুন আশা করি সুফল পাবেন আমার দেখানো পথ দিয়ে হাঁটলে।
বর্তমান বিশ্বে ইংরাজি এমন একটা ভাষা যা জানাটা খুবই প্রয়োজনীয়। অনেকেই ভালো ভালো চাকুরী হারায় এই ভাষায় দক্ষতা না থাকার কারনে। অতচ এই ভাষাটা অতটা কঠিন নয়। কিছুদিন অভ্যাস করলে খুব সহজেই এই ভাষাটা আয়ত্ব করা যায়। আমরা যে চেষ্টা যে করিনা তা নয়, সঠিক পথ অবলম্বন না করার জন্য ঠিক ঠাক ভাবে ভাষাটি শেখা হয়ে ওঠে না। ইংরাজি ভাষা শেখার জন্য দরকার সঠিক পথ।
ইংরাজিতে ভয় আর নয়!
50 English sentences | Speaking English for Beginners
সহজে ইংরাজি শিখুন। আপনি কি নতুন ইংরাজি শিখছেন? তাহলে যে ৫০ টি বাক্য আপনাকে ইংরাজিতে কথা বলতে সাহায্য করবে।
আমার ব্যক্তিগত টিপসঃ
ইংরাজি ভাষাকে ঠিক ঠাক ভাবে আয়ত্ত্ব করতে গেলে প্রথমে লাগবে অসীম ধৈয্য। আর যেটা আপনাকে করতে হবে নিয়মিত এটাকে শোনার অভ্যাস। বিভিন্ন ভাবে আপনি এটা শুনতে পারেন, যেমন – ইংলিশ নিউজ চ্যানেল কিনবা ইংলিশ মুভি দেখে। কিন্তু এটা আপনাকে প্রতিদিন করতে হবে, যদি আপনি আধ ঘণ্টা সময় দেন তো সেটা মন দিয়ে দিন। আর একটা কাজ করতে হবে আপনি এই শোনার সময় নিশ্চয়ই কিছু নতুন শব্দ পাবেন সেগুলো লিখে নিন আর তার বাংলা অর্থ কি সেটাও জেনে নিনি। এবং সেগুলো মনে রাখার চেষ্টা করুন। এতে দুটো কাজ হবে আপনার – এক, আপনার ইংরাজি শব্দ ভাণ্ডার বাড়বে আর দুই, শোনার ফলে বাক্য গুলো আপনার মনে থেকে যাবে যা আপনি ব্যক্তিগত জীবনে ব্যবহার করতে পারবেন।
Practice this again and again. Because practice makes a man perfect and practice is the key to success.
এটি বার বার অনুশীলন করুন। অনুশীলন একটি মানুষকে নিখুঁত করে তোলে এবং অনুশীলন সাফল্যের চাবিকাঠির কারণ।
আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.
দারুন টিপস।
ইংরেজি শিখার জন্য ইবুক পেতে ভিজিট করুন http://www.bnebookspdf.com