আয়কর কর্তৃপক্ষের নিকট আয়ের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর। সাধারণত আয়কর ম্যানুয়ালি প্রদান করা হয়ে থাকে। বর্তমানে আয়কর অনলাইনে প্রদান করা যায়। চলুন জেনে নেই কিভাবে অনলাইনে আয়কর প্রদান করা যায়।
অনলাইনে আয়কর প্রদান করতে হলে National Board of Revenue (NBR), Bangladesh এর নিদিষ্ট ফর্মে ONLINE ACCOUNT REGISTRATION APPLICATION করতে হবে। ONLINE ACCOUNT REGISTRATION APPLICATION করতে হবে কর অঞ্চলের সার্কেল অফিসে। ONLINE ACCOUNT REGISTRATION APPLICATION আবেদনের সাথে ইটিন সার্টিফিকেট ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। সার্কেল অফিস আপনাকে ইউজার নেম ও পাসওয়ার্ড সংবলিত একটি ডকুমেন্ট আপনাকে প্রদান করবে। সার্কেল অফিসে থেকে যে ইউজার নেম ও পাসওয়ার্ড দিবে সেই পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে হবে। তারপর নীচের লিঙ্কে ক্লিক করে অনলাইনে আয়করের কাজ শুরু করতে পারবেন।
https://www.etaxnbr.gov.bd/tpos/home
Online এ আয়কর রিটার্ন দাখিল করতে সমস্যা হলে আপনারা সেখানে হেল্প লাইনের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই টিউনের নিচে টিউমেন্ট বক্সে সমস্যা লিখে জানালে সহযোগিতা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ্।
বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি
https://www.youtube.com/watch?v=v2sS9Ukj2fY
আমি নাসির কামাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Since 2009, MD NASIRUDDIN has been writing blog tutorial, Tips & Resource for Freelancers, Bloggers & Designers. After completing Hon’s and Master’s from Dhaka University, MD NASIRUDDIN is joined to Bangladesh Civil Service and whenever he gets time, he passionately contributing in blogging. Freelancewatch.net is a Bangladeshi based leading blog...
nc