৩৭ তম বিসিএস প্রি‌লি‌মিনারী পরীক্ষার প্রশ্ন ও সমাধান।১০০% নির্ভুল ও পূর্ণাঙ্গ সমাধান

আসসালামু আলাইকুম।  আজ ৩০ সেপ্টেম্বর ২০১৬ খ্রিঃ ৩৭ তম বিসিএস (BCS)  পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকল বিসিএস (BCS) প্রিলিমিনারি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সাফল্য কামনা করছি। ২০০ মার্কসের পরীক্ষার সকল প্রশ্নের ১০০% সঠিক, নির্ভুল ও পূর্ণাঙ্গ সমাধান দেখে নিন এখান থেকে।

বাংলা

১। কোনটি বাগধারা বোঝায়?
উত্তরঃ শিরে সংক্রান্তি
২। কোনটি মৌলিক শব্দ?
উত্তরঃ গোলাপ
৩। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্ৰন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
উত্তরঃ বাংলা সাহিত্যের কথা
৪। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
৫। নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
উত্তরঃ ভূরিভূরি, ভূড়িওয়ালা, মাতৃষ্বসা
৬। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে?
উত্তরঃ সেলিম আল দীন
৭। ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?
উত্তরঃ একযোগে
৮। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?
উত্তরঃ প্রেমরস
৯। ড. মুহাম্মদ শহীদ্দুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
উত্তরঃ
১০। ‘পূর্ববঙগ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্ৰাহক কে?
উত্তরঃ দীনেশচন্দ্র সেন
১১। ‘চর্যাচর্যবিনিশ্চয়’-এর অর্থ কী?
উত্তরঃ কোনটি আচরণীয়, আর কোনটি নয়
১২। ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
উত্তরঃ নাথধর্ম
১৩। শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-
উত্তরঃ রাম প্রসাদ সেন
১৪। ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?
হূমায়ুন আজাদ
১৫। ‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
উত্তরঃ শুল্ক
১৬। কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন?
১৭। “প্রদীপ নিবিয়া গেল”!-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?
উত্তরঃ বিষাদ সিন্ধু
১৮। “মাতৃভাষার যাহার ভক্তি নাই সে মানুষ নহে।” কার উক্তি?
উত্তরঃ মীর মশাররফ হোসেন
১৯। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?
উত্তরঃ দ্বিতীয় ও চতুর্থ
২০।‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
উত্তরঃ দেশি উপসর্গ
২১। যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষর ও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
উত্তরঃ মাত্রাবৃত্ত
২২।নিচের কোনটি অশুদ্ধ?
উত্তরঃ দোষী-নির্দোষী
২৩। ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
উত্তরঃ দীনেশরঞ্জন দাশ
২৪। “আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।”-রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ পূজা
২৫।“ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম” কে বলেছেন?
উত্তরঃ মোতাহের হোসেন চৌধুরী
২৬। কোন বাক্যটি শুদ্ধ?
ক. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
খ. তাঁর কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
গ. তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
ঘ. সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
উত্তরঃ তাঁর কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
২৭। Ode কী?
উত্তরঃ খন্ড কবিতা
২৮। মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
উত্তরঃ ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব
২৯। ‘জলে-স্থলে’ কী সমাস?
উত্তরঃ দ্বন্দ্ব সমাস
৩০। ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?
উত্তরঃ যৌগিক স্বরধনি
৩১। “বিস্মায়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তরঃ বিস্ময় দ্বারা আপন্ন
৩২। কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল?
উত্তরঃ তৃতীয় পানিপথের যুদ্ধ
৩৩। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
উত্তরঃ অলীক মানুষ
৩৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঙ্গলি’ কাব্য প্রকাশিত হয় কত সনে?
উত্তরঃ ১৯১০
৩৫। ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
শামসুর রাহমান

English, বাংলাদেশ, আন্তর্জাতিক, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা,  মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি অংশের ৩৭ তম বিসিএস প্রি‌লি‌মিনারী পরীক্ষার প্রশ্ন ও ১০০% নির্ভুল ও পূর্ণাঙ্গ সমাধান আমার ব্লগ শিক্ষা বাতায়নে প্রকাশিত হয়েছে।

টিউনটি ভাল লাগলে অবশ্যই আমার ব্লগে ঘুরে আসবেন। প্রথমে এই টিউনটি আমার ব্লগ শিক্ষা বাতায়নে প্রকাশিত হয়েছে।

Level 0

আমি নাসির কামাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Since 2009, MD NASIRUDDIN has been writing blog tutorial, Tips & Resource for Freelancers, Bloggers & Designers. After completing Hon’s and Master’s from Dhaka University, MD NASIRUDDIN is joined to Bangladesh Civil Service and whenever he gets time, he passionately contributing in blogging. Freelancewatch.net is a Bangladeshi based leading blog...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস