আসসামুঅয়ালাইকুম, টেকটিউনস এর সকল সদস্যকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। অনেক দিন পর টিউন নিয়ে হাজির হলাম।
জার্মান শব্দ ব্রুড থেকে Brooding শব্দটি এসেছে। যার অর্থ তাপ দেওয়া। বাচ্চা অবস্থায় মুরগী তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ এই সময়ে তাদের তাপনিয়ন্ত্রণকারী অঙ্গগুলো পরিপুর্ণতা লাভ করে না এবং পালকগুলো
বিকশিত না হওয়ায় তাপ ধরে রাখতে পারে না। তাই মুরগীর বাচ্চার তাপনিয়ন্ত্রণকারী অঙ্গগুলো পরিপুর্ণতা লাভ করা পর্যন্ত তাপ দেওয়া হয়। একদিনের বাচ্চাকে কৃত্রিম উপায়ে তাপ দিয়ে লালন পালন করাকে ব্রুডারে বলে। বাচ্চার সঠিক ব্রুডারে করার উপর মুরগী পালনে সফলতা অনেকাংশে নির্ভর করে।
শীতকালে কতগুলো মুরগী এক সাথে Brooding করা উচিত ঃ
আমাদের দেশে অধিকাংশ খামারী সাধারণত: বৈদ্যুতিক লাইট দিয়ে ব্রুডিং করে থাকে। শীতকালে অতিরিক্ত ঠান্ডার কারণে শুধুমাত্র বিদ্যুতের সাহায়্যে সঠিকভাবে ব্রুডিং করা যায় না। বৈদ্যুতিক লাইট দিয়ে গরমকালে একটা হোভারের নীচে ৫০০ বাচ্চা এক সাথে ব্রুডিং করা যায়। কিন্তু শীতকালে ৫০০ বাচ্চা এক সাথে ব্রুডিং করলে পর্যাপ্ত তাপ পায় না। ফলে মুরগী বাচ্চার বৃদ্ধি ব্যাহত হয় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাই শীতকালে বৈদ্যুতিক লাইট দিয়ে ব্রুডিং করলে একটা হোভারের নীচে ২৫০-৩০০ বাচ্চা এক সাথে ব্রুডিং করা উচিত।
শীতকালে কত দিন ব্রুডিং করা উচিত ঃ
ব্রুডিং এর সময় কতদিন তাপ দিতে হবে তা নির্ভর করে স্থান, কাল এবং আবহাওয়ার উপর। সাধারণতঃ শীতকালে ৩ - ৪ সপ্তাহ মুরগীর বাচ্চাকে তাপ দেওয়া হয় (লেয়ার)। ব্রয়লারে ৭দিন।
ব্রুডারের তাপমাত্রা সঠিক আছে কিনা তা কিভাবে বুঝবো ঃ
ব্রুডারের তাপমাত্রা সঠিক আছে কিনা তা বাচ্চার আচরণ দেখে বুঝে নিতে হবে। বাচ্চার আচরণ দেখে ব্রুডিং তাপমাত্রা বুঝার উপায়-
১. তাপমাত্রা কম হলে বাচ্চা গুলি ব্রুডারের নীচে গাদাগাদি হয়ে থাকবে এবং কিচিরমিচির করবে।
২. তাপমাত্রা বেশী হলে বাচ্চা গুলি চিকগার্ডের গা ঘেষে জমা হয়ে থাকবে এবং মুখ হা করে নিঃশ্বাস নিবে এবং মাথা ও ডানা ঝুলে পড়বে।
৩. তাপমাত্রা সঠিক থাকলে বাচ্চা গুলি ছড়িয়ে ছিটিয়ে থাকবে, চঞ্চল মনে হবে, মৃদু শব্দ করবে এবং স্বাভাবিকভাবে খাদ্য ও পানি গ্রহণ করবে।
ব্রুডার ঘরের তাপমাত্রা ঃ
বয়স ফারেনহাইট সেলসিয়াস
প্রথম সপ্তাহ ৯৫০ ফাঃ ৩৩ সেলঃ
দ্বিতীয় সপ্তাহ ৯০০ ফাঃ ৩২ সেলঃ
তৃতীয় সপ্তাহ ৮৫০ ফাঃ ২৯ সেলঃ
চতুর্থ সপ্তাহ ৮০০ ফাঃ ২৬ সেলঃ
ব্রূডিং করার চমৎকার প্রাকটিক্যাল ভিডিও টিউটোরিযাল দেকতে পারেন উপকারে আসবে
নিয়মিত ভিডিও এবং পোল্ট্রির সমস্ত ব্যাবস্থাপনা জানার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন ক্লিক
Joint FB Groups: https://web.facebook.com/groups/poultrymanagement24
FB Page :https://web.facebook.com/PoultryManagement
FB Page https://web.facebook.com/OnlineEarningTutorial
Poultry Channel https://www.youtube.com/channel/UCLNnz81N6XtU0lCcieVy6IA
https://twitter.com/bokul125
https://www.pinterest.com/shafiqul125
https://bd.linkedin.com/in/shafiqul-islam-502401b8
http://www.stumbleupon.com/stumbler/sbokul4
http://www.Poultry24.blogspot.com
আমি বকুল মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।