আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি।
আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে Symphony i10,ZVII এবং Walton GH6,GH6+,HM3,HM3+ ইত্যাদি ফোনে কিভাবে Background Apps চালু রাখা যায়।
আমাদের অনেকেরই ধারনা Symphony i10, ZVII এবং Walton GH6,GH6+,HM3,HM3+ ইত্যাদি সেট গুলোতে Backgroud Apps যেমন imo, messenger, whatsapp ইত্যাদি Apps চালু থাকে না। যার কারনে প্রয়োজনীয় মুহুর্তে কেউ এই সব যোগাযোগের মাধ্যমে আমাদের পায় না।
এই সমস্যার দুইটি সমাধান আছে।
(১) রুট করে Phone Assist নামক App টি uninstall করা।
(২) Phone Assist App টির সেটিং মডিফাই করা।
আমি ২ নং পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। আমি Symphony i10 user, তাই আমার ফোনের স্ক্রিনশট দিয়েই চেষ্টা করলাম।
প্রথমে Phone Assist App click করুন।
তারপর Power Saver এ ক্লিক করুন।
এরপর Advance Setting & Tips এ ক্লিক করুন।
তারপর সেটিংস এ ক্লিক করুন।
এবার এখান থেকে White list app background এ ক্লিক করুন।
এবার এখান থেকে যে App গুলো Background এ চালু রাখতে চান সেগুলো On করে দিন।
ব্যাস কাজ শেষ। অনেকেই বলেন UC Browser দিয়ে ডাউনলোড করার সময় স্ক্রিনের আলো নিভে গেলে ডাউনলোডও অফ হয়ে যায়। এখান থেকে UC Browserও অন করে দিন।
আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন।
কারো কোনো সমস্যা হলে আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন।
ফেসবুক আইডিঃ শাহরিয়ার কবীর
আমি শাহরিয়ার কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
kam kore na