বিজ্ঞানসম্মত পোল্ট্রি পালন করুন (বেকারত্ব দুর করুন), উৎদ্যক্তা হতে চাইলে অবশ্যই টিউনটি আপনার জন্য-পর্ব-৫

ব্রয়লার খামারের পরিচালন ব্যবস্থা

(ক) খাবারকে দেহে লাগাবার ব্যবস্থাঃ
এটা বের করা হয় ব্রয়লার মোট যে বারটা খেল তাকে ব্রয়লার মুরগির কতটা ওজন পেল সেই ওজনকে দিয়ে ভাগ করে।
(খ) প্রতি কেজি ব্রয়লার ওজনের জন্য কত মুল্যের খাবার খেলঃ
এটা বের করা হয় খাবারকে দেহে লাগাবার অনুপাতকে প্রতি কেজি খাবারের মূল্যকে গুণ করে।
(গ) মোট সুবিধা প্রতি একক মেঝের জায়গা হিসেবেঃ
এটা বের করা হয় মোট খরচকে (বাচ্চার দাম, খাবার, ওষুধ পত্র) ব্রয়লার মুরগি বেচার আয় থেকে এবং বিয়োগফলকে মেঝের বর্গফুটকে ভাগ করে।


শতকরা বাচার হার = ১০০-শতকরা মৃতু্যর হার। উৎপাদন সংখ্যা (ইংরেজিতে বলে production number) একটি আন্তর্জাতিক সংখ্যা। এই সংখ্যার দ্বারা কারিগরির ব্যাপারে অনেক কিছু জানা যায়।
<iframe src="https://www.youtube.com/embed/5_5YHJ8S71c" frameborder="0" allowfullscreen></iframe>

ব্রয়লার মুরগির জন্য খনিজ এবং ভিটামিন

সত্যিকথা বলতে পরিমাণ এবং উৎকর্ষকতা দুটো ব্রয়লার মুরগির সুষম খাদ্যে দরকার। আরো দরকার খনিজ পদার্থের পরস্পরের মধ্যে সমঝোতা। এই সমঝোতা অবশ্য খাদ্যের উপাদানের সঙ্গেও থাকা দরকার। খনিজ পদার্থের বেশি বা কম হওয়া দুটোই খনিজ পদার্থের মুল উদ্দেশ্য দেহের বাড়কে ব্যাহত করবে। ক্যালসিয়াম এবং ফসফরাসের মধ্যে সহযোগিতা খুবই দরকারী। খাবারের সমস্ত ক্যালসিয়াম যেন ১% গন্ডি কখনো না পেরিয়ে যায়।

ভিটামিন খাদ্য বিপাক এবং বিশ্লেষণ বিশেষ সহযোগিতা দেখায়। ফলে মুরগির দেহের বাড় ঠিক থাকে। রোগ ভোগ কম হয়। প্রতিটি ভিটামিনের আলাদা আলাদা কাজ আছে যা একই বইতে পরির্বতে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে।

পোল্ট্রি পালন এর উপর সম্পূর্ন ব্যাবস্থাপনা বা গাইডলাইন আমার ভিডিওতে পাবেন ভিডিও দেখতে  Click Here

অন্য একটি ভিডিও দেখতে চাইলে(কিভাবে লেয়ার এবং প্যারেন্ট মুরগীর ঠোঁট কাটতে হয়)  Click Here
নিয়মিত ভিডিও টিউটোরিয়াল পেতে আমার Youtube Channel এ  Subscribe করতে পারেন। Click Here

আমার  ফেইজবুক গ্রুপ এ জয়েন্ট করতে পারেন। এখানে পোল্ট্রি ব্যবস্থাপনা সম্পর্ক অনেক সাহায়্য পাবেন।Click Here)

আমার Blog এ ঘুরে আসতে পারেন (Click Here)

Level 0

আমি বকুল মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবকিছু মিলিয়ে নতুন অবস্থায় কত টাকা নিয়ে নামলে ভালো হয়?

Level 0

#Bokul vhy…..ami r amr arek jon friend mile choto akta poultry khulte chai…:p :p :p apnar onek gulo tune dekhlam ….apatoto koto taka nia namle valo hoi….janale aktu valo hoi…r apni jehetu ai line asen tai apnar advise chachhi…:p :p :p