আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি চমৎকার টিউন নিয়ে হাজির হলাম। টেকটিউনস এ সচরাচর এ জাতিয় টিউন কেউ করে থাকে না। যেহেতু এটি ধারাবাহিক টিউন সেহেতু আগের টিউনগুলো নিচে লিঙ্ক আকারে দেওযা আছে আপনারা দেখতে পারেন।
#ব্রয়লার মুরগির ব্যবসায়ে সতর্কতা
ব্রয়লার মুরগির ব্যবসায়ে নিচের সতর্কগুলি মনে রাখা উচিতঃ
(১) ব্রয়লার উৎপাদনে ৬০ থেকে ৬৫% টাকা খাবারের পেছনে খরচ হয়।
(২) সুষম খাদ্যে অতিরিক্ত চর্বি জাতীয় জিনিস খাওয়ালে অতিরিক্ত দাম পাওয়া যায় না। কিন্তু গরম আবহাওয়া বা প্রবাহে আপনাকে অতিরিক্ত চর্বি বা তেল দিতেইত হবে।
(৩) ব্রয়লার মুরগি তার সুষম খাবারের ৬৪% আমিষ দেহের কাজে লাগাতে পারে। ব্রয়লারের প্রয়োজনীয় আমিষ তিন ভাগে ভাগ করা যেতে পারে-
(ক) কলা বৃদ্ধির জন্য; ব্রয়লার মুরগির শরীরে ১৮% আমিষ আছে।
(খ) দেহের ক্ষয় রোধের জন্য; ব্রয়লার প্রতিদিন তার দেহের কেজি হিসেবে ওজনের ১৬০০ মিঃ গ্রাঃ আমিষ ক্ষয় করে।
(গ) পালক গঠনের জন্য; ব্রয়লার মুরগির পালকে ৮২% আমিষ আছে এবং গড়ে পালকের ওজন সমস্ত দেহের দ৭০%।
গরমকালে ব্রয়লার সুষম খাদ্যে বেশি আমিষ দরকার শীতকালের তুলনায়। কারণটা হল মুরগি গরমকালে কম খায়।
ঠিক যতটুকু অ্যামাইনো অ্যাসিড দরকার ঠিক ততটুকুই ব্রয়লার মুরগিকে দিতে হবে। কমও নয়, বেশি তো নয়ই। যেহেতু বেশি পরিমাণে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড দেহের ক্ষতি করে। কম অ্যামইনো অ্যাসিড আবার দেহের বৃদ্ধিকে রোধ করে দেবে।
Female ব্রয়লার মুরগির চেয়ে Male ব্রয়লার মুরগি তাড়াতাড়ি বাড়ে। সুতরাং খামারের ভালর জন্য মাদি মদ্দা একসঙ্গে না পালন করে আলাদা আলাদা করা লাভজনক। প্রথম চার সপ্তাহ মদ্দা মাদিদ ব্রয়লার মুরগির আমিষের প্রয়োজন একই রকম। ৪ সপ্তাহ পরে Male ব্রয়লার Female চেয়ে ২% থেকে ৪ % বেশি আমিষের দরকার হয়। মাদিকে বেশি আমিষ দিলে সেটা খুব একটা কাজে আসে না।
পোল্ট্রি পালন এর উপর সম্পূর্ন ব্যাবস্থাপনা বা গাইডলাইন আমার ভিডিওতে পাবেন ভিডিও দেখতে Click Here
অন্য একটি ভিডিও দেখতে চাইলে Click Here
আমার অন্যান্য টিউনসমূহ
বিজ্ঞানসম্মত পোল্ট্রি পালন করুন (বেকারত্ব দুর করুন) ব্রুডিং ব্যাবস্থাপনা
নিয়মিত ভিডিও টিউটোরিয়াল পেতে আমার Youtube Channel এ Subscribe করতে পারেন। Click Here
আমার ফেইজবুক গ্রুপ এ জয়েন্ট করতে পারেন। এখানে পোল্ট্রি ব্যবস্থাপনা সম্পর্ক অনেক সাহায়্য পাবেন।Click Here)
আমি বকুল মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই ধরনের লেখাগুলো আপনি http://www.vetsbd.com -এ দিতে পারেন, কেননা এই ওয়েব সাইটটি বিশেষভাবে লাইভস্টক সংক্রান্তই।