আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি চমৎকার টিউন নিয়ে হাজির হলাম। টেকটিউনস এ সচরাচর এ জাতিয় টিউন কেউ করে থাকে না। যেহেতু এটি ধারাবাহিক টিউন সেহেতু আগের টিউনগুলো নিচে লিঙ্ক আকারে দেওযা আছে আপনারা দেখতে পারেন।
##খাবার এবং পানির জায়গাঃ
প্রথম দিন পেপার এর উপর খাবার দিতে হবে। সব সময় পানির ব্যবস্থা থাকতে হবে। প্রতিদিন দুই থেকে তিনবার পানি পরিবর্তন করে দিতে হবে। যেহেতু মাংস উৎপাদন আমদের লক্ষ, তাই খাবার ব্যবস্থা হবে
Adlimitum (যতটুকু খেতে পারে) তবে যেন পরিমান মত হয়, না হলে অপচয় হবে। হটাত করে খাবারের ধরণ পরিবর্তন করা যাবে না।
শাবক ঘর এবং শাবক ঘরের তাপমাত্রাঃ
বাচ্চার ঝাঁক আসবার অন্তত ৪৮ ঘন্টা আগে ঘরটি পরীক্ষা করতে হবে। পট্রথম সপ্তাহে শাবক ঘরের তাপমাত্রা হবে ৩৫ ডিগ্রি সেঃ (৯৫ ডিগ্রি ফাঃ)। শাবক ঘরের তাপমাত্রা প্রতি সপ্তাহ ৫ ডিগ্রি ফাঃ বা ২.৮০ সেঃ হিসেবে কমানো যেতে পারে। সেটা অবশ্য নির্ভর করবে বাইরের আবহাওয়ার ওপর।
#শীতকালীন পরিচালন ব্যবস্থাঃ
বাচ্চা মুরগির বিছানা ৪" থেকে ৫" গভীর হবে। সুবিধা হলেই বিছানার ওপরে নতুন একটা বিচুলি/ খড়ের আস্তরণ দিয়ে দেওয়া ভাল। কাটা কোদাল দিয়ে বিছানা মাঝে মাঝে ঘেটে দেওয়া ভাল। বিছানার জলীয় ভাব বেশি হলে চুন দিয়ে নেওয়া উচিত। চুন অ্যামোনিয়া গ্যাস শুষে নেয়।
এ পর্বের ভিডিও দেখতে Click Here
আমার অন্যান্য টিউনসমূহ
বিজ্ঞানসম্মত পোল্ট্রি পালন করুন (বেকারত্ব দুর করুন) ব্রুডিং ব্যাবস্থাপনা
নিয়মিত ভিডিও টিউটোরিয়াল পেতে আমার Youtube Channel এ Subscribe করতে পারেন। Click Here
আমার ফেইজবুক গ্রুপ এ জয়েন্ট করতে পারেন। এখানে পোল্ট্রি ব্যবস্থাপনা সম্পর্ক অনেক সাহায়্য পাবেন।Click Here)
আমি বকুল মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনােকে অনেক অনেক ধন্যবাদ ।আপনার টিউন গুলো খুব ভাল লাগছে।ধারাবাহিক ভাবে যদি সবগুলো টিউন পোষ্ট করতেন তাহলে খুব উপকৃত হোতাম ।আপনার প্রতি শুভ কামনা রইল ।