জানুন এইসএসসি তে এসএমএস ও অনলাইনে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তি হবার নিয়ম

আগামীকাল ২৬মে ২০১৬ থেকে শুরু হতে যাচ্ছে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এসএমএস ও অনলাইনে কলেজ বা  এইসএসসি তে ভর্তি যুদ্ধ, গতবারের তুলনায় এবার এসএমএস ও অনলাইনে ভর্তি প্রক্রিয়া একটু কঠোর করা হয়েছে, আসুন জেনে নেই এসএমএস ও অনলাইনে মাধ্যমে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে কলেজ বা  এইসএসসি তে ভর্তি হওয়ার নিয়ম।

অনলাইনে এবং টেলিটক প্রি-প্রেইড সংযোগ থেকে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে http://www.xiclassadmission.gov.bd এ ঠিকানায় প্রবেশ করতে হবে। তবে এ ঠিকানায় এখনও ভর্তি নির্দেশিকা আপলোড করা হয়নি, আগামীকাল থেকে সব আপডেট করা হবে আশা করা হচ্ছে।

এবার অনলাইনে একবারই আবেদনের সুযোগ থাকছে। ১৫০ টাকায় একসঙ্গে ১০টি কলেজে পছন্দ অনুযায়ী আবেদন করা যাবে।

টেলিটকে ১২০ টাকা হারে ১০ বারে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে। এসব ক্ষেত্রে কলেজ কর্তৃক নির্ধারিত আবেদনের যোগ্যতা বিবেচিত হবে।

আগামীকাল ২৬ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। শেষ হবে ৯ জুন। ১৬ জুন মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে। ১৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। ১০ জুলাই থেকে ২০ জুলাই বিলম্ব ফি দিয়ে ভর্তি হওয়া যাবে।

ভর্তি হওয়ার পর ক্লাস শুরু হবে ১০ জুলাই থেকে। ১ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু ঈদুল ফিতরের কারণে ১০ জুলাই থেকে ক্লাস শুরু হবে।

এদিকে পুনঃনিরীক্ষণের ফল জুনের ৬ বা ৭ তারিখে প্রকাশ হবে। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, একাদশে ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার দুই বা তিনদিন আগে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে।

প্রথম ফল প্রকাশের এক মাসের মধ্যে পুনঃনিরীক্ষণের ফলাফল দেয়ার নিয়ম। ১১ মে এসএসসির ফল প্রকাশ করা হয়েছে। নিয়মানুযায়ী ১১ জুন পর্যন্ত সময়। যেহেতু ৯ জুন পর্যন্ত একাদশে আবেদনের সময়সীমা, সেহেতু দুই থেকে তিনদিন আগে ফল দেয়া হবে। যাতে পুনঃনিরীক্ষণের ফলাফলে যারা পাস করবে তারা যেন একাদশে ভর্তির আবেদন করতে পারে।

এইসএসসি তে ভর্তি হবার নিয়ম কানুন নিজে জানুন এবং শেয়ার করে সবাইকে জানান। 

আমাকে ফেসবুকে পেতে পারেন এখানে facebook.com/rubelahmedofficial

কলেজ ভর্তি ২০১৬ এসএমএস ও অনলাইনে ভর্তি হবার বিস্তারিত নিয়ম  

www.xiclassaddmison.gov.bd

 

College Admission 2016

hsc admission form Online

hsc admission online 2016

এইচএসসি ভর্তি তথ্য ২০১৬

hsc admission bd 2016

 

 

Level 2

আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস